পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R ইলেকট্রিক টেলিগ্রাফ। স্বস্ব প্রাচীন সংস্কারের প্রাতিকুল্যাচরণ হেতু জুম্মদাদির প্রতি রুষ্ট হইলেও হইতে পারেন, ফলতঃ যাহারা রোষের ও জিগীষার বশতাপন্ন না হইয়৷ , বিচার ও তঙ্ক এবং যুক্তির সহিত ঐক্য করত এই পুস্তক পাঠ করিবেন তাহাদিগের নিকট আমরা যে বৈরুক্তির ভাজন হইব এমত সম্ভাবন নাই । তড়িতের পরাক্রমে অতি দূরস্থ সংবাদ, সলাকা সহকারে যে অতি স্বপক্ষণের মধ্যে আনীত হইতেছে তদ্বিষয়ে অনেকনেকে এপর্য্যন্ত বিশেষৰূপে তত্ত্বজ্ঞ হইতে পারেন নাই । তবে কেহ২ বিবেচনা করিয়া থাকেন, যে লোহ সলাকার মধ্যে ছিদ্র অাছে, সেই ছিদ্রের মধ্যে দিয়া কোন বিশেষ পদার্থের সহযোগে পত্রাদি অতি সত্বরে বাহিত হইয়া থাকে, কিন্তু সে পদার্থ কি, তাহ তাহারা স্থির করিতে পারেন নাই। কেহ বা এমত বিবেচনা করিয়া থাকেন, যে যে সলাকার দ্বার সম্বাদ আসিতেছে, তাহ অতি সুক্ষপ্রযুক্ত তন্মধ্যে ছিদ্র, থাক। সম্ভব নহে, প্রত্যুত যদিচ তাহাতে-ছিদ্র ও থাকে ভূথাপি সেই ছিদ্র দিয়া