পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। ১১৯ ৷ চতুর্থ অধ্যায় । বিদ্যুৎ যন্ত্রস্থ কাটার বিবরণ। THE NEEDLE, [আপেনডিক্সের ৮। ৯। অকৃতি দৃষ্টি । করহ ] কিৰূপে তড়িৎবার্তাবহ শলাকার দ্বারা বিদ্যুতীয় প্রবাহের ক্রম কাটায় হইয়। তাছার বাম ও দক্ষিণদিগে গতি হয় তাহ প্রকাশ করিতেছি। ১০৩। দ, ধ, চিহ্নিত কীলকের ন, চিহ্নিত স্থানে অনুপ্রস্থে (সোজাবাগে) কাটা এৰূপে-সংস্থাপন করিতে হইবে • যে তাহা উৰ্দ্ধাগ্রস্থ (খাড়া) ভাবে ঘুরিতে পারে, অথচ যৎকালে তাহাতে বিদ্যুতীয় প্রভার স্পর্শ না হয় তৎকালে তাহা ঐ ৰূপ উৰ্দ্ধাগ্রস্থভাবে থাকে। এই অবস্থায় ঐ কঁটি রাখা হইলে ঐ কাটার উত্তরমুখ উপরিভাগে এবং দক্ষিণমুখ অধোভাগে থাকিবে। কাটার নিমু দিয়া অৈধোভাগ দিয়া) বিদ্যুতীয় প্রবাহের গতি হইলে ঐ কাটার উৰ্দ্ধ