পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৬ ইলেকট্রিক টেলিগ্রাফ। ঘড়ির কাটার মত কাটা চতুদিগে ঘুরিতে পারে, এমত ভাবে সংযুক্ত থাকে এবং ঐ কঁটি। বামে বা দক্ষিণে অধিক না যাইতে পারে তদৰ্থে ঐ ডাইলের উপর দুইটা ছোট হস্তিদন্তের গুলি বঁকা শলাকার উপর বসান থাকে। - ১৪৭ ৷ হাতলের দ্বারা বিদ্যুতীয় যন্ত্রে বিদ্যুতের গতি নিবন্ধার্থে তাহাও একটা অালের উপর ঘুরিতে পারে এমতাবস্থায় ঐ ডাইলের ভিতর বদ্ধ থাকে । ১৪৮। ঐ ডাইলের উপরিভাগে যেমত প্রতিকৃতিতে দৃষ্টি হইতেছে (A অবধি Z পর্য্যন্ত) অক্ষর এবং ১ অবধি ১০ পর্য্যন্ত অঙ্ক চিত্রিত থাকে এবং ঐ প্রত্যেক অক্ষরের নিমুভাগে এক২ টা বিশেষ চিহ্নও থাকে। কাটার গতিতে ঐ অঙ্কের ও অক্ষরের তৎ২ চিহ্নের দ্বারা উদবোধ হইয়া থাকে । ১৪৯ ৷ প্রথমে যে মণ্ডলাকার তারের কথা লিখিয়াছি তাহা প্রাগুক্ত কাষ্ঠাধারের পশ্চাতে বিদ্যুৎধৰ্ম্মি কঁাট বেড়িয়া অালে সম্বদ্ধ থাকে সই আল ঐ কাষ্ঠাধারে—এই ভাবে বদ্ধ এবং ঐ