পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSo ইলেকট্রিক টেলিগ্রাফ। আগুত হইলে যন্ত্র পরিচালকদিগের তদনুৰূপ উদবোধ হইয় থাকে। ১৫৮। কথিত কাটার বাম বা দক্ষিণদিগে গতি হইলে ক্রমে প্রত্যেক অক্ষর বোধ হইয়। থাকে। ঐ কঁাটা এক বার উপরে যাইয়। কিঞ্চিংকাল ন'মিয়। আবার গতি করিয়া থাকে । ইহার বিস্তার আমরা পূর্বই লিখিয়াছি, তথাপি আরো স্পষ্ট বোধার্থ পুনরুক্তি করিলাম তজ্জন্য যে ক্রটি ভষ্টবে তাহা যেন পাঠকবর্গ/ক্ষমা করেন। ১৫৯ । যে আবরকের উপর কাটার গতি হয় তদুপরি (যেমত একাদশ প্রতিরুতির উপরিভাগে চিত্রিত আছে) এইৰূপ অক্ষর ও অঙ্ক চিত্রিত থাকে। যথা :-–গ