পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ ইলেকটিক টেলিগ্রাফ। আগত হওত খ, গ, তার দিয়া পৃথিবীতে প্রবিষ্ট হয়। যতক্ষণ পর্য্যন্ত ক, ওঁ, তারে বিদ্যুৎ থাকে বা গতি করে ততক্ষণ ঐ দ, ন, লোহ চুম্বকধৰ্ম্মি হয়। ষেক্ষণে ঐ তার বিদ্যুৎ বিজীন হয়, সেইক্ষণে ঐ লোহের চুম্বকধৰ্ম্ম লোপ হয় । - ১৮৮। ঐ প্রতিকৃতিতে যেৰূপ বী, চিহ্নিত স্থান দেখিতেছ, তথায় খিলের উপর ঘুরিতে পারে এমত ভাবে একটা লম্বায়মান লোহ শলাক৷ আছে অর্থাৎ অ,’ব, লৌহ শলাকা;তদ্বর বামে বা দক্ষিণে যাইতে পারে । বাম ও দক্ষিণদিগে প, ভ; চিহ্নিত দুইটা সীমাবদ্ধক অর্থাৎ ত, বা, লেীস্থ শলাকা তাহাদিগকে অতিক্রম করিয়া নাযাইতে পারে তাহার কারণ স্থাপিত আছে। ১৮৯। স, চিহ্ন যাহা দেখিতেছ, তাহা এক খণ্ড ইসৃপ্রিং। ঐ ইসৃপ্রিং জী, স্থানে বদ্ধ থাকিয়। বা, লৌহদণ্ডের প্রাস্তঃ বামদিগে টান রাখায় ত, প্রান্তঃ প, অতিক্রম করিয়৷ যাইতে পারে नवॆ t: