পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। ‘ মেম্বইইতে নিস্থত বৃক্ষাদিবিনাশক জ্যোতীৰূপ অশ্বন (বজ)। যখন বিদ্যুৎও বজের রূপও স্থান ও প্রভা মমুর মতে ঐক্য হইতেছে, তখন কিৰূপে বিদ্যুৎকে কন্যা ও বজকে দধিচিমুনির অস্থি বলা যাইতে পারে, অতএব বলিতে হইল যে বিদ্যুৎ তাপকাদি পদার্থের মত কোন বিশেষ পদার্থ। যেমত অপরাপর হৃষ্ট পদার্থ লইয়। মনুষ্য আপন আপন প্রয়োজন মত কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিতেছেন, সেইমত বিদ্যুৎও স্বস্ট পদার্থের মধ্যে পদার্থ বিশেষপ্রযুক্ত তদ্বার মনুষ্যের প্রয়োজন মত কৰ্ম্ম যে সম্পন্ন ন হইরে এমত সন্তাবিত নহে, বিশেষতঃ সমস্ত ভুতব্যাপিত তাপক (অগ্নি) যেৰূপ শিল্প নৈপুখ্যদ্বারা নানা প্রকারে মনুষ্যের কার্য্য সমাধান করিতেছে, সেইৰূপ তড়িৎও মনুষ্যের বুদ্ধি কেশলের দ্বারা আয়ত্ত হইয়া ঈদৃশ কৰ্ম্ম যে করিতেছে তাহার বিচিত্র কি ?. - ৩। যদি কেহ এমত আপত্তি করেন, যে যদি বিদ্যুতের এরূপই শক্তি ছিল তবে এত দিনপর্যন্ত তদ্বারা কেন ঈদৃশ কৰ্ম্ম সম্পাদন ন হইত ?