পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। సి কাৰ্য্য হইয়াছেন, কিন্তু বিদ্যুতের প্রভা ও পরাক্রম অদ্য যে প্রকার, পূৰ্ব্বেও এইপ্রকার ছিল,তবে বিশেষের মধ্যে পূৰ্ব্ব মনুষ্যের অগোচর ছিল এক্ষণে, সুগোচর হইয়াছে, যেমত প্রস্তরোপরি লোহের বা ইস্পাতের আঘাতে যে অগ্নির স্ফুলিঙ্গ নির্গত হইয় থাকে এই কৌশল অনাদিকালপর্য্যন্ত যে প্রকাশ ছিল এমত নক্ষে, ইহাতে , কি এই অনুভব করা যাইতে পারে, যে এই শিল্পনৈপুণ্য প্রকাশের পূর্ব প্রস্তরের উপর ঐ লোহের আঘাতে অগ্নি প্রকাশ হইত না ? এইৰূপে অনেকানেক বিষয় মনুষ্যের বুদ্ধিতে স্মৃত্তি হইত না ক্রমে স্ফৰ্ত্তি পাইতেছে, প্রত্যুত এমত অনেক বিষয় আছে যে তাহ অদ্যাপি ও প্রকাশ পায় নাই এবং মনুষ্যেরা তাহার অনুসন্ধানেও প্রবৃত্ত হন নাই, সে যাহা হউক, ক্রমে পৃথিবী যত গ তযৌবন হইতেছেন ততই লোকে সচ্ছন্দ হইয়৷ নানা নিগুঢ় বিষয় অনুসন্ধানে নিযুক্ত হইয়। কতকাৰ্য্য হইতেছেন ও হইবেন । " ৪ । যেৰূপ নরজাতি বহ্নি ও জল ও ক্ষিতি,ও