পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ইলেকট্রিক টেলিগ্রাফ। হইবে এবং ঐ ধাতু নিৰ্ম্মিত গোলার নিকটে কাচদণ্ড বা কাচদণ্ডের নিকটে গোলা না লইয়া গিয়া ঐ গ্রাসের দণ্ডের নিকট আপনার অঙ্গুলির গ্রন্থি লইয়া গেলে তাহাতেও ঐ ৰূপ ল্ফ লিঙ্গ নির্গত হইবেক এবং যিনি ঐৰূপে ੇ। নিকটে লইয়। যাইবেন তাহার বিদ্যুতীয় তাঘাতও বোধ হইবে । ১৭। যদি রেশমের বা কাপাস স্থত্রের অর্থব| চুলের দড়িতে ধাতু নিৰ্ম্মিত গোল বা র্কাচ নিৰ্ম্মিত নল বুলান যায় এবং সেই গোলাকে কোন বিছাছুদ্দীপ্ত দ্রর্যের দ্বারা ঘর্ষণ কর যায় তাহাতে ঐ গোল হইতে ঐৰূপ স্ফলিঙ্গ নির্গত হইবে । 3, এইৰূপ পরীক্ষা করিতে হইলে যেন ঐ গোলায় রেশমাদি দ্রব্য ভিন্ন অপর দ্রব্যের সংযোগ दा ज्ञ्जर्भेমায়, যদি হয়, তাহাতে বিদ্যুতীয় প্রভার দশন কঠিন হইবে ।] ১৮ । কোন , বিদ্যুছদ্দীপ্ত বস্তুর অপর বস্তুর সহিত স্পার্শদোষ হইলে ঐ উদ্দীপ্ত বস্তুহইতে বিদ্যুতীয় প্রভার স্বীপত হইয় থাকে।