পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক্ট টেলিগ্রাফ। Nう○ বিদ্যুৎ জন্মাইবে রেশমি কাপড়েও ততটুকু সম বিদ্যুৎ জন্মাইবে । পূৰ্ব্ব কথিতমত গ্লাস যে দ্রব্যকে আকর্ষণ করিবে, রেশমি কাপড় সেই দ্রব্যকে অস্বাকর্ষণ করিবে, রেশম যে দ্রব্যকে আকর্ষণ করিবে, গ্রাস সেই দ্রব্যকে অস্বাকর্ষণ করিবে। এবঞ্চ একহস্তে কাল বর্ণের রেশমি ফিতা এবং অন্য হস্তে সাদা বর্ণের রেশমি ফিতা রাখিয় দুই খণ্ডকে বলপূর্বক ঘর্ষণ করিলে বিদ্যুতের বিশেষ চিহ্ন প্রকাশ পাইবে অর্থাৎ ঐ উপায়ে কাল ফিতায় বিষম এবং সাদা ফিতায় সমৰূপ বিদ্যুতীয় প্রভা জন্মাইবে। যদি এতদুভয় খণ্ড একত্র থাকে তধে উভয়ের সমবিষমবিদ্যুতীয় প্রভাপ্রযুক্ত পরস্পরে টানাটানি করিবে (আকর্ষণও প্রত্যাকর্ষণের প্রভা প্রকাশ পাইবে)। যদি স্বতন্ত্র রাখা যায়, তাহাতে সাদা ফিতা যে লঘূদ্রব্যকে আকর্ষণ করিবে, কালাফিতা সেই দ্রব্যকে অম্বাকর্ষণ করিবে । (অম্মদাদি বিদ্যুতের সম এবং বিষম বলিয়৷ যে দুই শব্দ লিখিলাম, তাহাতে অনেকের বুকি