পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to ইলেকট্রিক টেলিগ্রাফ। তবকে বা পাতে মোড় এবং তমুখে গাল লাগান স্বঙ্ক কষ্ঠের মুখরোধ আছে, ঐ মুখরোধের মধ্যভাগে ছিদ্র, সেই ছিদ্রের মধ্য ধাতুনিৰ্ম্মিত দণ্ড, সেই দণ্ড ঐ পাত্রের ভিতরে যে রাঙ্গ মুেড়া আছে তাহাতে স্পৃষ্ট হইয়া থাকে, যখন পূৰ্ব্ব কথিত বিদ্যুতীয় ষন্ত্র চলে, তখন সেই যন্ত্রের প্রধান বিদ্যুৎ গমন সাধক নলের মত চুঙ্গির নিকটে লেইডেন ফাইলনামক যন্ত্র লইয়া গেলে তাহাতে প্রচুর বিদ্যুতীয় স্ফুলিঙ্গ আসিয়৷ সঞ্চার হয়, এবং যে ব্যক্তি ঐ পাত্র ধরিয়া থাকিবেক তাহার গাত্র হইয়া ঐ পাত্রের বাহিরে ৫ম রাঙ্গ মোড়। অাছে সেই রাঙ্গহইতে ঐৰূপ প্রচুর বিদ্যুতীয় স্ফুলিঙ্গ ভূমিতে প্রবেশ করিবে, প্রত্যুত যদি ঐ পাত্র কেহ ধারণ করিয়া থাকে অথচ ঐ বিদ্যুতীয় যন্ত্র চালান যায় তাহাতে তাহার. বক্ষঃ ও বাহুতে অতিবেগে পীড়াকর বিদ্যুতীয় আঘাত বোধ হইবেক, এমতাবস্থায়ও যদি ঐ যন্ত্র চালান যায় (অথচ সেই ব্যক্তি ধরিয়া থাকে) তাহাতে ঐ ব্যক্তি অঙ্গ অবশ হইয়া ভূমিতে পতিত হইয়া কতকক্ষণ