পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। ●む আপনার অঙ্গুলির গ্রন্থি লইয়া যাওয়ায় ঐ চাবিহইতে তাহার গ্রন্থিতে বিদ্যুতীয় স্ফুলিঙ্গ প্রবিষ্ট , হইয়াছিল । (এই পরীক্ষণ আমেরিকা দেশের আন্তঃপাতি ফিলেডেলফিয়নামক স্থানের মাঠে ইংরাজি ১৭৫২ সালে হইয়াছিল ) ] - এই দৃষ্টান্তমত রুষিয়.দেশের অন্তঃপাতি পটার্সবর্গ নগরবাসি অধ্যাপক রিচমন সাহেব আকাশীয় বিদ্যুৎ পরীক্ষা করণার্থ আপনারআবাসে যন্ত্ৰ নিৰ্ম্মাণ করত কিছু দিন গত করেন, পরে যে বিদ্যালয়ে তিনি শিক্ষা প্রদান করিতেন তথাহইতে এক দিন বজের শব্দ শুনিতে পাইয় অতিশীঘ্র পূর্ব স্থাপিত যন্ত্রের নিকট আঙ্গিয় ঐ যন্ত্রে বিদ্যুৎ সঞ্চার হয় কি না, এমত পরীক্ষা করিবেন ইত্যবসরে ঐ যন্ত্রে যে অসংলগ্ন বিদ্যুৎ গমন সাধন শলাকা ছিল' তন্মধ্যহইতে ঐ রিচমন সাহেবের কপোলদেশে বিদ্যুদগ্নি প্রবিষ্ট হইয় তাহার মৃত্যু হয় (এই ব্যাপার গ্রীষ্টীয় ১৭৫০ সনে ৬ আগষ্ট বাসরে ঘঢ়িয়াছিল।) যুঞ্জনিপ্রভৃতি হডরোপ খণ্ডের প্রাচীন জা