পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬ ইলেকট্রিক টেলিগ্রাফ। তিরা কেবল চন্দরুষ বা কহন্ধবায় বিদ্যুতীয় প্রভা থাকা ব্যতীত অপর দ্রব্যতে যে বিদ্যুতীয় প্রভ আছে কি ছিল, তাহ জানিত না প্রত্যুর্ত চন্দরুষে ও চুম্বুক পাথরের যে আকর্ষণ শক্তি, তাহাকে তাহার এই বিবেচনা করিত, যে ঐ২ দ্রব্য সচেতন অর্থাৎ সজীব । অম্মদেশে যেৰূপ দেবরাজের হস্তে বজ্র থাকার কথা প্রচার আছে সেইৰূপ যুনানির তাহাদিগের জুপিটারনামক দেবরাজের হস্তে বজ থাকা বলিত সুতরাং জুপিটার দেবের (Elicus) ইলিকস্ নাম ছিল । -”ইংরাজি ভাষায় বিদ্যুতের ইলেকট্রিসিটা নাম হওয়ার প্রতি কারণ এই । লাটিন ভাষায় চন্দরুষকে (Electrum) ইলেকট্রম বলিত এবং ঐ চন্দরুষ বা ইলেকট্রমে েকবল বিদ্যুতীয়প্রভাথাক৷ তাহাদিগের সংস্কার ছিল, একারণ ইংরাজি ভাযায় ঐ ইলেকট্রম শব্দহইতে বিদ্যুতের ইলেকটিসিটি সামান্য সংজ্ঞা হইয়াছে। বিশেষতঃ ইংরজি ভাষার প্রায় বহু শব্দ এইৰূপে লাটিন ও যুনানি এবং ইব্রানিপ্রভৃতি ভাষাহইতে উৎপন্ন ইইয়াছে ।