পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ ইলেকট্রিক টেলিগ্রাফ। হার তেজঃ বেশি এবং বলত সাহেবের কলের দ্বারা যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাহার রাশি বা জ্যোতিঃ বেশি হয় জানিবেন ।] ৩৯ । বিছু্যতীয় কলের দ্বারা যে বিদ্যুৎ সঞ্চার হয় তাহ অধিক কালপর্য্যন্ত প্রভান্বিত থাকে একারণ ঐ জাতীয় বিদ্যুৎকে ইংরাজি ভাষায় (Statical) অর্থাৎ স্থায়ী বলিয়া থাকে। বি- দু্যৎ কলে এবং বলত সাহেবের কলের দ্বারা যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাহ দীর্ঘকাল প্রভান্বিত থাকে ন৷ এজন্যে ঐ জাতীয় বিদ্যুতের (Current Electricity) অর্থাৎ যাহার যোগান না থাকিলে প্রভা থাকে না (যোজনাধীন) বিদ্যুৎ । * বলত। সাহেবের কৃত কলে যে বিদ্যুতীয় প্রভা দ্রব্যগুণে জন্মে তাহার অধিকক্ষণ জোর থাকে না, এজন্য যে দ্রব্যগুণে এই জাতীয় বিদ্যুৎ জন্মে সেই দ্রব্যের সহিত ঐ দ্রব্যের পুনর্যোগ করিতে হয়, তাহ না করিলে, ঐ বিদ্যুতের প্রভ। থাকে না একারণ ঐ বিদ্যুৎ যোগান না থাকিলে প্রভা থাকে না ইত্যর্থ (ইছার বিশেষ । s৫৪৬ পরিচ্ছেদে বিশেষৰূপ প্রকাশ করিয়াছি ;)