পাতা:ঈশাচরিতামৃত.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত । N) এইড দুঃখের অবস্থা, তাহার উপর আবার নিদ্রায় তনু ভারাক্রান্ত । নিজের ও শিষ্যগণের যাবতীয় ক্লেশভার একত্রিত হইয়। যিশুর কোমল হৃদয়কে নিষ্পেষণ করিতে লাগিল । একে আপনার অপমান যন্ত্রণ স্মরণে ক্লেশ, তাহার উপর শিষ্যদিগের দুরবস্থা, সৰ্ব্বোপরি পাপী জগতেব জন্য, অস্তদাহ, যেন তুঃখের মহাসাগরমধ্যে তিনি ডুবিয়া গেলেন। বিপদ পরীক্ষা কি ভয়ঙ্কর করাল মূৰ্ত্তিই তখন ধরিয়াছিল। শক্ৰকুলের প্রবল পরাক্রমে দেশ নগর টল্‌মল্‌ করিতেছে, কঠোর হৃদয় য়িহুদী অধ্যাপক দল ভক্তশোণিত পানের জন্য বিকট বদন ব্যাদান করিয়া রহিয়াছে, অল্পবিশ্বাসী দুৰ্ব্বল শিষ্য কয়জন এক ঘণ্টার পর কোথায় গিয়া পড়িবে তাহার স্থিরতা নাই ; অথচ সন্মুখভাগে স্বর্গের আদর্শ, ব্রহ্মের আশা প্রদ অভয়বাণী, যিশু ইহারই মধ্যে দোতুল্যমান। বিপদের অন্ধকার এমনি ঘনতর হইয়া দাড়াইয়াছে যে র্তাহার চিরশাস্তিপূর্ণ মুখচন্দ্রকে একबांtन्न झांकिब्र ८कलिब्रारइ । यशरशाएक बनन झांन इहेल, cशौब्रकांखि মলিন হুইয়া উঠিল । দ্বিতীয় বার প্রার্থনা করিলেন,—“হে পিতা, যদি এ পানপত্র পান করিতেই হয়, তবে তোমার ইচ্ছা পূর্ণ হউক! ” তৎকালে ফুর্কিসহ যন্ত্রণায় র্তাহার লোমকূপ হইতে যেন রক্তঘৰ্ম্ম বরিতেছিল । পুনরায় আদিয়৷ দেখিলেন, নিদ্রার ভারে শিষ্যদিগের চক্ষু ভাঙ্গিয়া পড়িতেছে। এমনি ঘুমের ঘোর যে কথার উত্তর দিবারও কাহারে ক্ষমতা নাই। হায় । এ ঘোর তুর্শিনে কোথা হইভে এ কালনিদ্রা জাসিয়া উপস্থিত হইল । কোথায় তাহার। গুরুদেবের সঙ্গে একত্র প্রার্থনাদি করিয়া পরীক্ষণ ৰিপদের জষ্ঠ প্রস্তুত থাকিবে, না ঘোর ঘুমে অচেতন হইয়া পড়িল । তৃতীয় বার ঐ ভাবে প্রার্থনা করিয়া আসিয়া বলিলেন, “এই কি নিদ্রা যাইবার সময় ? ঐ দেখ । সময় নিকটবর্তী হইয়াছে, জুডা আসিতেছে, চল এখন ধাই।" বলিতে বলিতে পাপী; জুড় পদাতিকগণের লক্ষে নিকটে উপস্থিত হইল। যিশু ষে এই উপবনে মধ্যে মধ্যে আসিতেন হতভাগ্য তাহ জানিত। না জানিবেই বা কেন ? এত দিন একসঙ্গে ছিল, এক জন ভিতরকার চিহ্নিত লোক, কোথায় কিরূপে গুরুকে গিয়া ধরা যায় তাহ