পাতা:ঈশাচরিতামৃত.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8 ঈশাচরিতামৃত। বলিতে লাগিলেন, “দেখ, এক্ষণে আমরা জেরুশালমে যাইতেছি, মনুষ্য পুত্র তথায় প্রধান ধৰ্ম্মষাজক ও অধ্যাপকদিগের হস্তে সমৰ্পিত হইবেন ; তাহার অপমান এবং পরিহাস করিয়া পরিশেষে তাহাকে প্রাণে বধ করিবে । ” শিষ্যগণের অন্ধত যে কত অধিক, তাহ আর বলা বায় না। তাদৃশ মৰ্ম্মভেদী সংবাদ শুনিয়াও পরক্ষণে জেবেদির পুত্রদ্বয় জেম্স এবং জন বলিল, “প্ৰভু, আমাদের বড় ইচ্ছা যে, আপনি আমাদের বাসনা পূর্ণ করেন । " যিশু কহিলেন, “তোমরা আমার নিকট কি প্রার্থনা কর । ” উহার বলিল, “আপনি গৌরবের সিংহাসনে যখন আরোহণ করিবেন তখন আমরা দুই জন আপনার দক্ষিণে বামে বসিব ।" যিশু বলিলেন, “তোমরা কি চাহিতেছ তাহ জান না । আমি যে পানপাত্র পান করিব তাহা কি তোমরা পান করিতে পারিবে ? এবং আমি যে অভিষেকে অভিষিক্ত হইব তাহাতে কি তোমরা অভিষিক্ত হইতে সক্ষম হইবে ?” ভ্রাতৃদ্বয় কহিল, হঁ। আমরা পারিব।" যিশু বলিলেন, “তোমরা পারিবে তাহ বুঝিলাম, কিন্তু কাহাকেও আমার দক্ষিণে কিংবা বামে বসাইবার ক্ষমতা আমার হস্তে নাই ; যাহাদের জন্য তাহ নিদিষ্ট আছে তাহারাই কেবল সেখানে বসিবে।” ঘোর সঙ্কটের কালে এ প্রকার স্বার্থপর প্রশ্নের সস্তুত্তর দিতে কেবল যিশুই পারেন। এ অবস্থায় শাস্তি ধৈৰ্য্য দয়া সহিষ্ণুভার প্রায় অস্ত হয়, কিন্তু ক্ষমার অবতার যিশু তাহাতে বিরক্তি প্রকাশ করিলেন না, প্রশাস্ত চিত্তে অবোধ শিষ্যদিগকে বুঝাইতে লাগিলেন। জন এবং জেমসের কথার অবশিষ্ট দশ জনের ক্রোধাগ্নি জলিয়া উঠিল। তাহারা উহাদিগের প্রতি কুটিল কটাক্ষে দৃষ্টিপাত করিতে লাগিল। যিশুর কি দুঃখের অবস্থা। কোথায় তিনি ধর্মের জন্য অমূল্য জীবন বিসর্জন করিতে যাইতেছেন, আর ইহারা উচ্চ পদের ভিকারী হইয়া পরস্পরকে হিংসা দ্বেষ করিতেছে! হায়! স্বার্থপরতা, পদমৰ্য্যাদা, স্বৰ্গপুরেও অধিকার বিস্তার করিতে চায়। গৃহবিবাদের স্বত্র দেখিয়া যিশু মধুর ভাষে বলিলেন, “দেখ, জেন্টাইল্দিগের উপর যাহার শাসন ও প্রভূত্ব করে তাহাদের উপরেও আবার শাসন করিতে পারে এমন প্রভু আছে, কিন্তু তোমাদের ভিতর

  • মথির গ্রন্থে আছে, জন ও জেম্‌সের মাত এই প্রার্থনা করিয়াছিল।