পাতা:ঈশাচরিতামৃত.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত। Y(t সেরূপ সম্বন্ধ থাকা উচিত নহে। যে কেহ তোমাদের মধ্যে বড় হইতে চায় সে সকলের সেবা করিবে। কারণ মনুষ্যপুত্র যিনি তিনিও সেবিত হইতে আসেন নাই, সকলকে সেবা করিতে আসিয়াছেন। বহুলোকের প্রায়শ্চিত্তের জন্য তিনি স্বীয় প্রাণ উৎসর্গ করিবেন।” এইভাবে নানাবিধ শিক্ষা দিতে দিতে চলিতেছেন, একস্থানে য়িছদীরা জিজ্ঞাসা করিল, “ঈশ্বরের রাজ্য কবে আসিবে ?” যিশু বলিলেন, "সে রাজ্য বাহাড়ম্বরের সহিত আসে না। এখানে এবং সেখানে এরূপ কথা এবিষয়ে সংলগ্ন হয় না ; কারণ ঈশ্বরের রাজ্য তোমাদের হৃদয়ে বর্তমান ।” স্বৰ্গরাজ্য বাহিরের কোন একটি বস্তু নহে, বিশ্বাসীর অস্তরের মুক্তাবস্থা, বিশ্বাস নয়নে যে তাহ নিজ অস্তরে দেখে সেই তাহার প্রকৃত স্বরূপ দেখিতে পায়। বাহিরে ভক্তপরিবারে সাধুণ্ডলীতে তাহার আভাস নয়নগোচর হয় ।