পাতা:ঈশাচরিতামৃত.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত ኧዊ সৰ্প দেয় ? যদি তোমরা মন হইয়াও সজ্ঞানকে ভাল সামগ্ৰী দিতে শিখিয়। থাক, তাহ হইলে স্বৰ্গস্থ পিতা তাহার প্রার্থ মজ্ঞানদিগকে কত অধিক ভাল লামগ্ৰী দিবেন বিবেচনা করিয়া দেখ ?” “তোমাদের মধ্যে এরূপ লোক কে জাছে যে তাহার নিকট রাত্রি দুই প্রহরের সময় গিয়া যদি বল ষে বন্ধু, আমাকে ভিন্ন খণ্ড রুটা দাও, কারণ বিদেশ হইতে একটি বন্ধু আসিয়াছেন তাহাকে দিবার কোন সামগ্ৰী জামার ঘরে নাই, আর তিনি ইহা শুনিয়া গৃহাভ্যম্ভর হইতে এইরূপ উত্তর গেম যে, এখন আমাকে বিরক্ত করিও না, দ্বার বন্ধ আছে, ছেলেরা সব জামার কাছে ঘুমাইতেছে, এখন আর আমি উঠিয়া তোমাকে রুট দিতে পারি না ? আমি বলিতেছি, যদি সে প্রথমে ফিরাইয়া দিতে চেষ্টা করে, তথাপি বার বার অনুরোধ করিলে সে উঠিবে এবং প্রয়োজনীয় সামগ্ৰী অভাবায়ুধারী তাহার বন্ধুকে সে দিবে।” অনন্তর তিনি আরো বলিলেন, " নিরুৎসাহী না হইয়া সভক্ত প্রার্থনা করা উচিত। কোন নগরে এক বিচারকর্তা ছিল ; সে ঈশ্বর কিংবা মন্ত্রষ্যকে ভয় করিত না । কোন বিধবা তাহাকে পুনঃ পুনঃ বলিত যে আমার বিপক্ষে অত্যাচার হইতে আমাকে রক্ষণ কর। প্রথমে কিছু ক্ষণ তাহার কথায় বিচারপতি কৰ্ণপাত করিল না । পরে মনে মনে ভাবিল, “আমিত ঈশ্বর কিংবা মমুয্য কাহাকেও ভয় করি না, কিন্তু এই বিধবা আমাকে বড় জালাতন করিয়া ভুলিয়াছে ; যাহাতে প্রতিদিন আসিয়া এ আমাকে বিরক্ত করিতে না পারে তজ্জন্য কিছু উপায় করিতে হইল। আচ্ছ, আমি উহার মনস্কামনা সিদ্ধ করিব।” শুনিলেত অন্যায়কারী বিচারক কি কথা বলিল ? তেমনি জানিবে, ঈশ্বর আপনার চিহ্নিত সেবকগণের আবেদন শুনি বেন । ভাহার। যদি ঈশ্বরের দ্বারে গিয়া দিব। নিশি কাদে তাহাতে কি তিনি কৰ্ণপাত করিবেন না ? যদিও তিনি ধৈর্য্য শিক্ষা দিবার জন্য ফলদানে অনেক সময় বিলম্ব করেন, কিন্তু প্রার্থীর প্রার্থনা অপূর্ণ থাকে না।” আর একটি দৃষ্টান্ত বলিলেন, "এক জন ফিরুশী এবং এক জন করসংগ্রাহক প্রার্থনা করিবার জন্য মন্দির মধ্যে প্রবেশ করিল। ফিরুশী এই ভাবে প্রার্থনা করিতে লাগিল, 'হে ঈশ্বর ! তোমাকে ধন্যবাদ ; কেন না আমি \