পাতা:ঈশাচরিতামৃত.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত । "לצ

  • ां★ौ शाडिफ़ॉन्नैौ शैन ८णांकनिtशद्र गङ नश् ि। श्रांगेि नखांश् छ्रैवांद्र छै”বাস করি, সমস্ত আয়ের দশমাংশ ধৰ্ম্মার্থ দান করিয়া থাকি। কিন্তু করসংগ্রাহক দূরে দণ্ডায়মান হওত স্বর্গের দিকে নয়ন উত্তোলন করিতে সাহস না পাইয়া বক্ষে করাঘাত পূর্বক বলিতে লাগিল, হে ঈশ্বর 1 এ পাপীর প্রতি ক্ষমাশীল হও৷ ” এই দুইজনের মধ্যে শেষোক্ত ব্যক্তি পবিত্র হইয় গৃহে ফিরিয়া গেল । যে আপনাকে আপনি উচ্চ করিতে চাহে সে নত হইবে, এবং যে নত হয় সে উন্নত হইবে।”

অপর কোন স্থলে এক দিন শিষাদিগকে চমৎকৃত হইতে দেখিয়া তিনি বলিয়াছিলেন, “যদি তোমাদের এমন বিশ্বাস থাকে যে তাহাতে কিছুমাত্র সন্দেহ স্থান না পায়, তাহা হইলে সেই বিশ্বাসের বলে পৰ্ব্বভকে বলিবে স্থানান্তরিত হও, সে হইবে । যে কোন বিষয় প্রার্থনা করিবে বিশ্বাস রাখিও যে তাহ পাইবে।” এই কথাটি প্রার্থনাশাস্থের সার কথা, ইহা বুঝিলে স্বৰ্গরাজ্য অধিকার করা যায়। যথার্থ প্রার্থনাতত্ব যিণ্ড পৃথিবীকে দিয়৷ গিয়াছেন। তাহার বিশ্বাস যেমন জীবন্ত, প্রার্থনা তেমনি অব্যর্থ ছিল। প্রার্থনার ফলোপধায়িতাসম্বন্ধে র্যাহারা চিরকাল তর্ক করেন তাহার। যেন যিশুর পদভলে এক বার বসিয়া উহার গৃঢ় তত্ব শিক্ষা করেন।