পাতা:ঈশাচরিতামৃত.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত 8? জামার সঙ্গেই আছেন । পিতা আমাকে একাকী পরিভ্যাগ করিয়া যান নাই, কারণ যাহাতে র্তাহার সম্ভোষ হয় আমি সেই কৰ্ম্ম করি।” এই কথা শুনিয়া তাহার প্রতি অনেকের বিশ্বাস জন্মিল। তাহাদিগকে যিশু বলিলেন, “তোমরা যদি আমার বাক্যে স্থির থাক, তাহা হইলে বাস্তবিকই তোমরা আমার শিষ্য । সত্য কি, তাই এখন ডোমরা জানিতে পারবে এবং সত্যই তোমাদিগকে স্বাধীন করিবে। ” অবোধের এ কথার বিপরীত অর্থ বুঝিয়া কহিল, “আমরা এব্রাহেমের বংশ কখন কাহারে দাসত্ব করি নাই, তবে ভূমি স্বাধীন হইবার কথা কি বলিতেছ?” যিশু বলিলেন, “সে দাসত্ব নয়, যে পাপ করে সেই পাপের দাস হয়। যে দাস সে নিত্য কাল বাটতে থাকে না, পুত্র যিনি তিনিই সেখানে সৰ্ব্বদা থাকেন। অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন তবেই তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। তোমরা এব্ৰাহেমের বংশ তাহা অামি জানি, কিন্তু আমার বাক্য তোমাদের অস্তরে স্থান ”ཉྫགi ; সেই জন্য তোমরা আমাকে বধ করিবার চেষ্টায় আছ । আমার পিতার নিকট আমি যাহ। যাহা দেখিয়াছি তাহাই করিতেছি। ” তাহার। বলিল, “এত্রাহেম আমাদের পিতা ’ যিশু বলিলেন, “তাহ হইলে তোমরা সেইরূপ কার্ধ্য করিতে। আমি ঈশ্বরের নিকট সত্য বচন শুনিয়া তোমাদিগকে তাহা অবগত করিয়াছি, কিন্তু তোমরা আমাকে হত করিবার চেষ্টায় ফিরিভেছ।” য়িহুদীরা বলিল, “আমরা ব্যভিচারজাত নহি, আমাদের একই পিত। পবমেশ্বর।" যিশু বলিলেন, “ঈশ্বর যদি তোমাদের পিত হইতেন তাহা হইলে তোমরা আমাকে ভাল বাসিতে ; কারণ আমি আপন হইতে আসি নাই, তাহারই নিকট হইতে আসিয়াছি। তোমরা আমার কথা বুঝিতেছ না এই জন্য যে তোমরা তাহ শুনিতে পার না। পাপপুরুষ তোমাদের পিতা, তোমরা তাহারই অভিপ্রায় পূর্ণ করিতে ভালবাস। সে প্রথম হইতেই নরঘাতক, মিথ্যাবাদী, তাহার ভিতরে সত্য নাই। আমি সত্য কথা কহিয়া থাকি এই নিমিত্ত তোমর আমাকে বিশ্বাস কর না । আমাতে পাপ আছে এমন প্রমাণ কে দিতে পারে । আর যদি আমি সত্য কথা বলি তাহ তোমরা বিশ্বাস করিৰে