পাতা:ঈশাচরিতামৃত.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ - ঈশাচরিতামৃত । করিয়া সে কথা বল ?” যিশু উত্তর করিলেন, "জামিত তাহ বলিয়াছি, কিন্তু তোমরা যে বিশ্বাস কর না। আমি আমার পিতার নামে যে যে কার্ষ্য সম্পাদন করিতেছি তাহারাই আমার বিষয়ে সাক্ষ্য দিতেছে। তথাপি তোমরা বিশ্বাস করিতে চাহ না । তাহার কারণ এই যে তোমরা আমার মেষগণের মধ্যে নহ। অামার মেষগণ আমার কথা শুনে, আমিও তাহাদিগকে চিনি । তাহারা আমার পশ্চাতে গমন করে, আমি উীহাদিগকে অনন্তজীবন দান করি। তাহার কখন বিনষ্ট হইবে না, কেহ আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইতেও পারিবে না । ষে পিতা আমার হস্তে তাহাদিগকে দিয়াছেন তিনি সৰ্ব্বোপরি মহান ; তাহার হস্ত হইতে কেহ তাহাদিগকে কাড়িয়া লইতে পারিবে না।” অনন্তর যিশু স্পষ্টীক্ষরে বলিলেন, “আমি এবং আমার পিতা একই ।” এ কথা শুনিয়া য়িহুদীরা আবার তাহাকে প্রস্তরাঘাত করিতে উদ্যত হইল । তদর্শনে তিনি বলিতে লাগিলেন, “আমি আমার পিতার শক্তিতে যে সকল সৎ কৰ্ম্ম তোমাদের সমক্ষে করিয়াছি তাহার কোম্টির জন্য তোমরা আমাকে প্রস্তরাঘাত করিতে আসিতেছ?” তাহারা বলিল, “কোন সৎ কৰ্ম্মের জন্য নহে, ঈশ্বরনিনা করিয়াছ সেই জন্য ! তুমি মানুষ হুইয়। আপনাকে ঈশ্বর করিয়া তুলিতেছ?” যিশু বলিলেন, “তোমাদের শাস্ত্রে ‘আমি কহিয়াছি তোমরা ঈশ্বর এই বচন কি লিখিত নাই ? যাহাদের নিকট ঈশ্বরের বাণী উপস্থিত হইয়াছিল তাহাদিগকে যদি ঈশ্বর বলা যায়, এবং তাহাতে যদি শাস্ত্রের কোন ব্যতিক্রম না ঘটে, তবে আমি আমাকে ঈশ্বরপুত্র এই কথা বলিয়াছি বলিয়া কেন তোমরা আমাকে ঈশ্বরনিন্দুক মনে করিতেছ ? আমি যদি আমার পিতার কার্ষ্য না করি তাহা হইলে তোমরা আমাকে বিশ্বাস করিও না, কিন্তু যদি তাহার কার্য্য করি, তবে আমাকে তোমরা বিশ্বাস কর না কর কার্ষ্য দেখিয়া তাহার প্রতি বিশ্বাস স্থাপন কর ; তাহ হইলে বুঝিতে এবং বিশ্বাস করিতে পরিবে পিতা আমাতে আছেন এবং আমি পিতাতে আছি।” স্বত্রের অপেক্ষ ভাষ্য আরো ফুৰ্ব্বোধ্য হইল । পৃথিবীর ধর্মশাস্ত্রানুসারে যিশুর এ প্রকার মত প্রচার করা নিতান্ত ভুল হইয়াছিল । কেবল ভুল নহে, ইহাকে ঈশ্বরনিক্ষাও বলা যাইতে