পাতা:ঈশাচরিতামৃত.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত। ' ¢ክ) ধৰ্ম্মনিয়মাজুসারে জন অবতীর্ণ হইলেন, তোমরা ণ্ঠাহাকে বিশ্বাস করিলে না । কিন্তু চণ্ডাল এবং বারবধূগণ র্তাহাকে বিশ্বাস করিল। ইহা দেখিরাও তোমাদের মন জয়ত্তপ্ত হইল না ষে পরে উহাকে বিশ্বাস করিতে পায় "

  • ঙ্গার একটি অাখ্যায়িক বলিতেছি প্ররণ কর । কোন গৃহস্থ এক প্রাক্ষণ উদ্যান প্রস্তুত করিয়া তাহার চারি ধারে বেড়া দিলেন, এবং উদ্যানের মধ্যস্থলে ত্ৰাক্ষা পেধণের জন্য এক কুণ্ড এবং এক উচ্চ স্তম্ভ নির্মাণ করিয়া উদ্যানের ভার কয়েক জন কৃষকের হস্তে প্রদানপূর্বক দূরদেশে চলিয়া ८१ग्गन । दिङ् नि श्रद्ब्र शृंग्लद्र श्लषश् छ्भञ्जि इऎऴ् । खेम ख्रिति श्च প্রাপ্তির কামনায় কতিপয় ভূভ্যকে তথায় পাঠাইলেম । উদ্যালের কৃষকগণ উক্ত ভূতাদিগের মধ্যে এক জনকে আঘাত করিল, এক জমকে পাথর ছুড়িয়া মারিল, আর এক জনকে একবারে মারিয়া ফেলিল। ক্ষেত্রপতি দ্বিতীয় রায় আরো বেশী লোক জন তথায় পাঠাইলেন । তুষ্ট কৃষকদল তাহাদিগকেও পূৰ্ব্ববৎ কুব্যবহার দ্বারা বিদায় করিয়া দিল । পরিশেষে উদ্যানস্বামী জাপনার পুত্রকে পাঠাইয়া দিলেন এবং মনে ভাবিলেন, পুত্রকে পাঠ ইতেছি, এবার অবশ্য কৃষকের ইহাকে সম্মান করিবে । পুত্রকে দেখিয় তাহার এই যুক্তি স্থির করিল, এ ব্যক্তিত বিধয়ের উত্তরাধিকারী, অতএব চল, আমরা উহাকে মারিয়া সম্পত্তি হস্তগত করি। এই বলিয়া উহার পুত্রকেও মারিয়া ফেলিল । ইহার পর উদ্যানস্বামী যখন স্বয়ং তথায় আলিবেন ভখন তিরি কৃষকদিগের প্রতি কিরূপ আচরণ করিকেন বল দেখি ?" বিপক্ষের বলিল, “তিনি সেই তুষ্ট কৃষকদিগকে বহু যন্ত্রণ। প্রদানান্তর একবারে সংহার করিবেন এবং যাহারা সময়ে ফল দান করে এমন কৃষকের হন্তে উদ্যানের ভার দিবেন।” যিশু বলিলেন, “তোমরা কি ধৰ্ম্মশাজে ইহা পাঠ কর নাই যে, যে প্রস্তর খণ্ড স্থপতি পরিভ্যাগ করে তাহ আবার কোণের প্রধান প্রস্তর হইয় উঠে ? ইঙ্ক ঈশ্বরের কীর্তি, আমাদের চক্ষে ইহা অত্যত্ব অদ্ভুত। অতএব আমি তোমাদিগকে বলিতেছি, স্বৰ্গরাজ্যের ভার তোমাদের হস্ত হইতে লইয়। অন্য এক জাতিকে দেওয়৷ হইয়ে যাহার উপস্বত্ব প্রদান করে। ষে কোন ব্যক্তি এই প্রস্তরের উপর পড়িবে সে ভগ্ন হইবে, এরং যাহার উপরে উহা পড়িবে তাহাকে বিচূর্ণ করিয়া ফেলিবে।" প্রস্তর