পাতা:ঈশাচরিতামৃত.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ ঈশাচরিতামৃত । মনুষ্যকে প্রবঞ্চনা করিবে এবং পাপের প্রাচুর্ঘ্য বশতঃ অনেকের প্রেম শীতল হইয়। যাইবে । কিন্তু যে ব্যক্তি শেষ পৰ্য্যস্ত সহ করিয়া থাকিতে পরিবে সে চিয়া যাইৰে । জাতি নির্বিশেষে ভূমণ্ডলের সর্বস্থানে এই স্বৰ্গীয় বিধান প্রচারিত হইবে। এবং ইহা ঈশ্বরের কৃপার সাক্ষ্য প্রদান করিলে তখন অস্তিমের দিন সমাগত হইবে। ডানিয়েল যে সৰ্ব্বনাশের কথা বলিয়া গিয়াছেন ডাহা তখন তোমরা দেখিতে পাইবে । সে দিন ষে যেখানে যে ভাবে থাকিবে সেই সেই অবস্থায় তাহারা সকলে পলায়ন করিবে । যাহার। গৃহছাদের উপর ছিল কিংবা ক্ষেত্রে কৰ্ম্ম করিতেছিল তাহার ঘরে গিয়া বস্ত্রাদি লইবারও সাবকাশ পাইল না এমনিট ঘটবে। হায়! হায় ! ছুষ্ঠপোষ্য সম্ভানবতী মাতাগণের সে দিন কি কুর্দশাই উপস্থিত হক্টরে! বিপদ অবশ্যাম্ভাবী, কিন্তু তোমরা প্রার্থনা কর যেন তাহ শীত কালে কিংব। বিশ্রামবারে না আলে। এমন বিপদ আর কখন হয় নাই, হইবে না । উহার লাঘব না হইলে কোন প্রাণিরই বঁচিবার আশা নাই । কিন্তু চিহ্নিতদিগের অনুরোধে উহার লাঘব হুইবে । তখন কোন ব্যক্তি যদি বলে, ঐ দেখ, খ্ৰীষ্ট ঐ স্থানে ! তাহাতে বিশ্বাস করিও না। মিথ্যা খ্ৰীষ্ট এবং ভবিষ্যদ্বক্তারা বিবিধ আশ্চর্য্য কৰ্ম্ম দেখাইবে, যদি পারে তবে তাহারা চিহ্নিত্তদিগকেও প্রতারিত করিবে। অগ্ৰেই আমি সে বিষয়ে তোমাদিগকে সাবধান করিয়া দিতেছি, কদাচ তাহাঙ্গের কথায় ফুলিবে না । বিদ্যুতের ছটা যেমন পূর্বদিকে উদিত হইয়। পশ্চিম আকাশকে আলোকিত করে মনুষ্যপুত্রের আগমন তেমনি জানিরে। যেখানে শবদেহ থাকে সেই খানেই চিল শকুনি একত্রিত হয়। এই মহা বিনাশের অব্যবহিত পরেই দেখিতে পাইবে স্বর্ণ তমসাচ্ছন্ন, চন্দ্র জ্যোতিহীন। তখন আকাশের ভারকাগণ খসিয়া পড়িবে, স্থ্যলোকের শক্তি কম্পিত হুইবে । এই সমস্ত শেষ হইয় গেলে তখন মমুষ্যপুত্রের আগমন চিহ্ন আকাশে দেখা যাইবে । পৃথিবীর সকল জাতীয় লোকে শোক প্রকাশ করিবে, এবং মনুষ্যপুত্রের महिया cऔब्रव छांशंब्री cमधिरछ *ांहेtर । फममङग्न डिनि घब्राउन्नैौ বাজাইয়। স্বৰ্গতিদিগকে প্রেরণ করিবেন । আকাশের এক সীমা হইতে জন্য সীমা পৰ্য্যস্ত যেখানে যন্ত ভঁাহার চিহ্নিত লোক আছে সকলকে তাহারা