পাতা:ঈশাচরিতামৃত.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Jు ঈশাচরিতামৃত । তেমনি তিনি এক হইতে অপরকে পৃথকৃ করিবেন । মেযগণ দক্ষিণে এরং ছাগদল বামদিকে থাকিবে । তখন তিনি দক্ষিণ পার্থস্থ মেষদিগকে বলিৰেন, জাইল হে আমার পিতার প্রিয় পুত্ৰগণ । এবং পৃথিবীর স্বষ্টি হইতে ষে সাম্রাজ্য তোমাদের জন্য প্রস্তুত রাখা হইয়াছে তাহ অধিকার কর । কারণ আমাকে ক্ষুধাৰ্ত্ত এবং তৃষ্ণাৰ্ত্ত দেখিয়া তোমরা আমাকে ভোজ্য ও পানীয় দিয়াছিলে, এবং বিদেশী জানিয়া গৃহে রাখিয়াছিলে। আমি বিবস্ত্র ছিলাম তোমরা আমাকে বস্ত্ৰ দিয়াছিলে, আমি রুগ্ন, এরং কারাবদ্ধ হইয়াছিলাম তোমরা আমাকে দেখিভে আসিয়াছিলে। তাহ শুনিয়া ধৰ্ম্মাস্বারা বলিবে, প্রভু, কবে তুমি এরূপ অৰস্থায় পড়িয়াছিলে আর আমরাই বা কবে তোমার সেবা করিয়াছি ? তিনি উত্তর দিবেন, ‘আমার সামান্য একটি ভাইকে যদি তুমি এইরূপ করিয়া থাক তাহ আমার প্রতি কর হইয়াছে।’ পরে তিনি বামপার্শস্থদিগকে বলিবেন, দূর হও হতভাগ্যের । ডোমরা ভূতের আবাস চিরনরকানলে গিয়া প্রবেশ কর । আমি যখন অন্ন জল বন্ধ ঔষধ এবং আশ্রয়বিহীন হইয়াছিলাম তখন তোমরা একবার জিজ্ঞাসাও কর নাই ? ইহা শুনিয় তাহারা বলিবে, ‘প্রভু, কখন আমরা এরূপ করিয়াছি ! কিছুইতে আমরা জানি না ? তিনি বলিবেন, ‘এক জন সামান্য লোকের প্রতি এইরূপ ব্যবহার করিলেও তাহ আমার প্রতি করা হইয়াছে । এ সকল লোক অনন্ত নরকে যাইবে এবং ধাৰ্ম্মিকের অনস্ত জীবন পাইবে।” যিশুর যেমন ঈশ্বর সম্বন্ধে নিজের কোন স্বতন্ত্রত ছিল না তেমনি fতনি সাধারণ মানবজাতি হইতে যে কোন এক স্বতন্ত্র ব্যক্তি ছিলেন তাহ ও মনে করিভেন না । এই জন্য অন্যের পাপ দুঃখ মুখ সম্পদ ভঁহার নিজের বলিয়া মনে হইত। নচেৎ পরের পাপ দেখিয়া তাহার এত ক্লেশ কেন হইবে ? মহাযোগের ধৰ্ম্মে তাহাকে নিখিল বিশ্ব এবং তাহার স্রষ্টার সহিত একীভূত করিয়া রাখিয়াছিল। ভাবীবিপদ ও বিধানের জয়ের কথা যাহা উপরে বর্ণিত হইল ইহা আপাততঃ শুনিতে যদিও কল্পনার ন্যায় বোধ হয়, কিন্তু উহার ভিতরে প্রকৃত সত্য আছে। ইহা সত্যমূলক কবিত্ব, অমরাত্মার বিশ্বাসের কথা ।