পাতা:ঈশাচরিতামৃত.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায় গ্রহণ | -ఆ=r=ఙr=ూi= জমঙর বাৎসল্যরসে বিগলিত হইয়া শিষ্যদিগকে ঘিণ্ড বলিলেন, “হে ক্ষুদ্র বালকগণ । আরো কিছু সময় জামি তোমাদের সঙ্গে আছি। যেমন আমি য়িহুদীদিগকে বলিয়াছিলাম, তোমরা আমাকে অন্বেষণ করিবে, কিন্তু যেখানে জামি যাইতেছি তথায় তোমরা যাইতে পারিবে মা, সেই কথা আমি এখন তোমাদিগকেও বলিতেছি। একটি নূতন উপদেশ শ্রবণ কর। আমি যেমন তোমাদিগকে ভাল বাসিলাম, তেমনি তোমরাও পরম্পরকে ভাল বাসিবে। তস্থার সকলে জানিতে পারিবে যে তোমরা আমার শিষ্য ।” পিটার জিজ্ঞাসা করিল, “প্ৰভু, কোথায় আপনি যাইবেন ?” যিশু বলিলেন, “যেখানে আমি যাইব তথায় এখন তুমি আমার সঙ্গী হইতে পরিবে না, কিন্তু কিছু কাল পরে পরিবে।” পুনরায় পিটার কহিল, "কেন প্রভু আমি তোমার সঙ্গে যাইতে পারিব না ? তোমার জম্য জামি প্রাণ দিব।” গুরুগতপ্রাণ পিটারের ইহা মুখের কথা নহে, অঙ্করের জন্ম রাগের কথা ; কিন্তু তাহ পালন করিবার উপযুক্ত বল কোথা ? যিশু তাহা ভালই জানিতেন। সেই জন্য বলিলেন, “আমার জন্য তুমি প্রাণ দিবে ? অদ্যকার রাত্রি প্রভাভ হইতে না হইণ্ডে তুমি আমাকে তিন বার অস্বীকার করিবে ।” তখন সকলেই বলিয়া উঠিল, “প্ৰভু, যদি আমরা তোমার সঙ্গে মরি সেও ভাল, তথাপি তোমাকে কথম অস্বীকার করিব না।” কে কিরূপ প্রকৃতির লোক যিশুর অন্তর্দৃষ্টিতে তাহ প্রকাশ ছিল। অকৃত্রিম প্রীতি এবং আনুগত্য সত্বেও তাহার। যে ভীরু অল্পবিশ্বাসী তুৰ্ব্বলমনা তাহ। তিনি शिक१ छानिएउन | তদনন্তর প্রেমিক পিত্তার ন্যায় স্নেহসম্বোধন পূর্বক বলিতে লাগিলেন, “তোমরা ঈশ্বরকে এবং আমাকে বিশ্বাস কর যেন শেষ বিচলিত না 33