পাতা:ঈশাচরিতামৃত.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>0” ঈশাচরিতামৃত। হইলাম। এখন আমি তোমার নিকট চলিলাম, ইহারা পৃথিবীতে রছিল। পবিত্র পিতা, এক্ষণে তোমার পবিত্র নামে ইহাদিগকে রক্ষণ কয়, যেন আমাদের মত ইহারা সকলে একপ্রাণ হইয় থাকে। যত দিন আমি একসঙ্গে ছিলাম তত দিন তোমার নামে আমি সকলকে রক্ষা করিয়াছি, এক জন ব্যতীত কাহাকেও হারাই নাই। ইহার। আমার মুখে তোমার ৰাণী শুনিয়াছে বলিয়া পৃথিবীর নিকট ঘৃণিত হইল। পৃথিবী হইতে ইহাদিগকে লইয়। যাইৰার জন্য আমি তোমাকে বলিতেছি না, কেবল পাপ হইতে সকলকে রক্ষণ করিও। তোমার বাক্য দ্বারা ইহাদিগকে তুমি শুদ্ধ করিয়া দাও। তুমি যেমন আমাকে এখানে পাঠাইয়াছিলে, তেমনি আমিও ইহুদিগকে পাঠাইয়াছিলাম। ইহাদের জন্য আমি আত্মোৎসর্গ করিয়াছি। কেবল এই কয়েক জনের জন্য প্রার্থনা করিতেছি না, পরে যাহারা ইহাদের উপলক্ষে আমাকে বিশ্বাস করিবে তাহাদিগের জন্যও তোমার নিকট প্রার্থনা করি। যেমন তুমি আমাতে, আমি তোমাতে, তেমনি উহার সকলে এক ইয়া আমাদের মধ্যে স্থিতি করুক ; তাহাতে পৃথিবী বুঝিতে পরিবে যে তুমি আমাকে পাঠাইয়াছিলে। তুমি যাহা দিয়াছিলে তাহ। ইহাদিগকে আমি দিয়াছি। আমরা উভয়ে যেমন এক, ডেমনি ইহারাও এক হউক! ইহুদিগেতে আমি, আমাতে তুমি, এইরূপে ইহারা যেন একত্বে পরিণত হয়। তাহাতে সকলে জানিবে যে তুমি আমাকে যেমন ভালবাসিতে তেমনি ইহাদিগকেও ভালবাস । পিতা, এই ইচ্ছা, যে আমি যেখানে থাকিব ইহারাও যেন সেইখানে থাকিতে পায়, এবং তবদত্ত গৌরবে আমাকে গৌরবান্বিত দেখে ; কারণ ভূমি আমাকে স্বাক্টর আরম্ভ হইতে ভালবাসিয়া আসিডেছ। পুণ্যময় পিতা, পৃথিবী তোমাকে জানিল না, কিন্তু আমি তোমাকে জানি । তোমার নাম এই সকল লোকের নিকট ঘোষণা করিয়াছি এবং করিৰ। ষে প্রেম তুমি আমাকে দিয়াছ তাহ যেন ইহাদের মধ্যে স্থান পায়, এবং আমিও সকলের সঙ্গে যেন থাকিতে পারি।”