পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

தை - - পঙ্গশ্বরচন্দ্রগুপ্তের গ্রন্থাবলী । ইহার কনিষ্ঠ যিনি কৃষ্ণমুগ নাম। দ্রব্যগুণে শ্রেষ্ঠ তিনি বহু গুণধাম ॥ । যুগে যুগে অাছে এই মুগের গৌরব। মনে জ্ঞান যোগ কর ভোগ কর সব ॥ কড়াই বড়াই করে নিজ অমুরাগে। প্তার কাছে কেবা আছে কেবা কোথা লাগে। চাষার আশার ধন তেমন কি আছে ? অপরূপ কিবা ফল ফলিয়াছে গাছে ॥ ক্সচারু শুামল রূপ ধরিয়া কলাই। দুর করে উদরের সকল বালাই। জাদ দিয়া হিঙ দিয়া রাধে যদি ঝোল। থাবা থাবা মেরে দেও কিছু নাই গোল ॥ গরীবের গুণনিধি মধুর ভোজন। সুখে দিতে উলে যায় খুলে যায় মন । দীন লোক যারা তারা এই ভাবে সার। কলাই থাকিলে ঘরে বালাই কি আর ? কঁাচ খায় ভাজা খায় রুচি ষার যাতে । ক্টোং ক্টোং গেলে ভাত যত দেয় পাত্তে ৷ গঙ্গার পশ্চিম পারে যত সব রেড়ো। সমভাবে সকলেই কলায়ের ভেড়ো। অতিশয় দুঃখ সয় বায়ু বাড়ে টানে। কলাই না খেলে তারা মারা যায় প্রাণে । কলাই মালয়ে কত কচুরি মেঠাই। পাকে লঘু সমুদয় পেটভোরে খাই। সকলের মুখপ্রিয় কলায়ের বড়ী। কুমুড়া যাহার পায় যায় গড়াগড়ি। সহজে ধরেছে গুণ কিঞ্চিৎ শাতল । বায়ু হরে মেহ হরে বৃদ্ধি করে বল। লঙ্কলায়ের দেহ দেখে নাহি যায় জানা। বাহিরেতে খোসাভর ভিতরেতে দানা ॥ সেইরূপ ভাব ধর সমুদয় নরে। ভিতরে মুন্দর হও বাহিরে কি করে ? স্বস্বর অস্বল্পভোগী সুর-প্রিয়তম। রূপে গুণে স্থাই দিকে নাছি তার সম৷ গুড়বীজ নাম ধরে গেলে পরে ভাঙ্গা । তরুণ অরুণ তমু টুক্‌টুক্ রাঙ্গ৷ ভাতে দেও ডাল রাধে ব্যয়ের সুসার খাড়ির খিচুড়ী খেলে ভুলিব না আর ফুষের গুণেতে হয় মেহের সংহার। কফ পিত্ত জর নাশে নাশে অতিসার । কর ভাই মহুরীর গুণের বিচার। অসারের মাঝে দেখ কত আছে সার। সরু সরু তরু সব চারুকলেবর। নবঘন শুামরূপ দৃশু মনোহর। জটিল রামের দ্যায়, শিরে শোভে জটা। মোক্ষপদ দেয় তারা গেটে যায় যটা ৷ নিজে বটে ছোট কিন্তু দানাদার ছেলে কণ্ঠ হয় স্বৰ্গ সম ঘণ্ট কোরে খেলে। আনাজেতে তুল্য আর জুটি নাই দুটা। বলি হারি যাই তোরে মটরের সুটি ॥ সুটির খিচুড়া করি থুেয়েছে যে জন। ভুলিতে না পারে আর তার মাস্বাদন কঁাচার নিকটে নয়, পাকার আদর s' বৈদ্যকে ‘হরেণু নাম পেয়েছে মটর। ভাজা যেন খাজা খায় তাজা বীর যার পেটরোগা যারা তারা গ্রাণে যায় মারা মেঠো গায়ে চলে যারা ৰাঙালের চেলে অনেকেই পেট পালে মটরের ডেলে ॥ কম আর রুক্ষ বটে ফলত মধুর। । পাকে গুরু বটে করে পিত্ত কফ দূর ॥ পীড়িতের পক্ষে যদি শুভকর নয়। তথাপিও অনেকের উপকারী श्च । শিশিরসময়ে দেখ কৃষীর কুশল। তিসির তরুভে কিবা ফলেছে ফসল। অতসীর ফুল শোভা যাই বলিহারি। , হেরিলে নয়ন অণর ফিরুক্তে না পারি। ফলের ভিতরে বীজ সমুদয় সার। হেরে হয় মুখোদয় আলোয় ঞ্জাধার,