পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So 8 সমাদরে রাখে তারে কোঁটার ভিতর । তুলার তোষক গী করে থর থর ॥ তথাচ গলিয়া যায় এমন কোমল। রুচির রজতরূপ করে ঝলমল ॥ বহুমূল্য ফল এই তুল্য যার নেই। সাধ পূরে স্বাদ লয় ভাগ্যধর যেই ॥ গরীবে জানে না নাম দূরে থাক মুট। দাম গুনে রাম বলে উঠে দেয় ছুট৷ বর অধরে এত মধুর কি আছে ? মুরসের উপমেয় হবে এর কাছে ? মৃতকে অমৃত করে অমৃতের কোৰ। সমুদয় গুণময় কিছু নাই দোষ । রোগভেদে পথ্য নয় করিব স্বীকার। দেহ যার সুস্থ তার সুখের আহার ॥ গালে দিয়ে স্থির হবে যে লইবে তার। সে জন জানিবে শুধু কত গুণ তার ॥ স্মরিবে বিভুর গুণ মন করি স্থির। গলিবে প্রেমের রসে টলিবে শরীর ॥ সুখের সুফল পেস্তা বাঁচি নাই বাছা। কুট কুট দীতে কেটে খেয়ে ফেল কাচা। ভাজিলে মুস্বাদ আরো সোদা গন্ধ ছোটে। ভোজনের কালে মনে কত মুখ ওঠে । পেস্তার মেঠাই অতি, উপাদেয় হয়। জাস্বাদনে তাৰ সম আর কিছু নয় ॥ পাকে গুরু, গুণেতে গরম অতিশয় । বল-বীৰ্য্য বৃদ্ধি করে পিত্ত করে ক্ষর ॥ আর আর যত মেয়া পেকেছে এ শীতে। সকলেরি জন্মলাভ আমাদের হুিতে ॥ কত তরী সুখভোগ যে করে আহার। পণ পেয়ে বিক্রেতার কত উপকার। ‘কতরূপে কৃষকের হতেছে কুশল । বণিকের বাণিজ্যেতে মানস সফল ৷ তাম্রকুট তরু চারু দৃশু মুখ তয় । , সার সারি বাতাসের স্বরে সারি গায়।"

    • . * ア

دام " یا "

  • - y لـ r f r , y * * V f قليمي

t t AFI: ' *. to اهم * **雷晶 J. • এক পত্রে কত গুণ পত্রে লেখা ভার। : সেই জানে যে পেয়েছে তামাকের তার ॥ । শুকাইলে পত্র তায় গুড় মিশাইয়া। ফুড়ক ফুড়ক টানি গুড়কে করিয়া ॥ কত কত মহীপাল উজীর নবাব । । তামাকে আদর করে ফেলিয়া কাবাব ॥ শ্রম চিন্তা উভয়ের বিশ্রামের বাটী। বুদ্ধির প্রদীপে ইনি, উস্কিবার কাঠী ॥ বড় বড় সাহেবের করেতে ধরিয়া । মধুর অধরে ধরে চুরুট করিয়া। ধূমপান আস্বাদান যে জন না পান ৷ বদন-সদনে দেন যুক্ত করি পান।: সৰ্ব্বশাস্ত্রে স্বরঞ্জিত অধ্যাপক ধারা। সদাকাল সঙ্গী করি, সঙ্গে লন তারা। না লইলে সৰ্ব্বনাশ নাম তার 'নাস। বিচারের স্থানে হয় বুদ্ধিশুদ্ধি নাশ ॥ পণ্ডিতেরা আছে শুদ্ধ নস্ত গুণে বেঁচে । , নাকে দিয়া রাখে প্রাণ হাঁচ হাচ ছেঁচে ॥ বিশেষত ধনীলোকে সার গুণ জানে। পেচাও কৌশল মাসে পেচোয়ার টানে। আলবোলা বোলবোলা বৃদ্ধি খুব পায়া। শীতকালে বন্ধু তার তাম্রকুট ভয় ॥ মোটাবুদ্ধি মোটা টান দুঃখী সব হাবা । আমাদের ভ্রণকর্তা খেলো আর ডাবা ৷ এ শীতে শীতল হয়ে ধনের অভাবে । কড়া টেনে কড়া হই কড়ার হিসাবে । শিশিরে তামাকে টান যে জন না লয় । ভাবি তার কিরূপেতে দিনপাত इबो ক্ষণমাত্র যুক্ত নৰে ধুম আর জলে। বুদ্ধির জাহাজ তার কিরূপেতে চলে ? নাসে নাশে পিত্ত, কক্ষ ৰায়ু রাখে স্থির। . ধূম্ৰপানে মুখী হন সকল সুধীর ॥ " মুখ-রোগ হরে করে দাতের কুশল । , , বস্তুৰােণে রোগী নয় “চুরুট” সকল R.