পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ikঙ্গsয় । "বলা I *. فه دالاهای Su BBB BB B BBBBBB BBBBB BB BBB BB BB BBB ত্রিভুবনে নাই হেন স্বধার আহার ॥ " মুড়া খেয়ে মুখে দেখে অন্ধকারে আরে স্বভাবে রোচক হয়ে বল বৃদ্ধি করে। যার জলাশয়ে রুই থাকে অনিবার। , স্বাদে সুধা পাকে গুরু মেদ পিত্ত হরে। সাধু সাধু সাধু সেই মানবের সার। দীনের তারণকারী চিঙড়ীর যুষে । লাউ আলু বেগুণ বাজারে দেখে ভ স্বমধুর বাতহর পয়সায় দুশো। কই কই ? ৰুই কই ? করিছে সবাই ॥ মূলক ৰেগুণ শাক যাতে তাতে লহ। কেহ যদি কহে ওই আসিয়াছে কই । সমভাবে সদালাপ সকলের সহ ॥ অধম পুয়ের ডাটা তারে নিয়া তারে। ব্যঞ্জন মজাতে আর এমন কে পারে ? শুকায়েছে ঝিল বিল খায় সরোবর : বাজারে বিক্রয় হয়, চুনা বহুতর ॥ টেঙর মৌরলা পুটি বেলে আর চাদ। ੋਸ਼ প্রভৃতি কত রাঙা কালে শাদা ॥ এই শীতে তারা অতি উপকাৰী হয়। to # לז לא দেখিতে দেখিতে শেষ করে কই কই। কেহ কয় কাটাময় সাস তাতে কই t এই হেতু এই কই নাম পেলে কই ? আমি কই এর সম ত্ৰিজগতে কই। কই নামে নাম দিয়া কই কই কই ॥ সকল গুনের নিধি দোষ ইথে কই ? যত পার পেট ভরে সুখে খাও কই ॥ এমন মধুর মাছ নাহি হয় আর । গ্রহণারোগের পথ্য নাশে দোষত্রয় ॥ রোগী ভোগী উভয়ের সম উপকার ॥ স্বাদুরস লঘুপাকা রুচিকর আর । যুবকের কত সুখ যুবতীর কোলে ? বল শুক্র করে করে বাতের সংহার। কত বা অমৃত আছে বালকের বোলে, কে জানে অম্বল ঝোল কেবা জানে ভাজা । কত বা আমোদ হয় পূর্ণিমার দোলে। যাতে থাও তাতে সুখ যদি হয় তাজা ॥ সকল অমোদ এই মাগুরের ঝোলে ৷ মানরাজ রোহিত অহিতকর নয়। বায়ু নাশ করে হরে অর্শ অতিসার । সমভাবে সমাদর সকল সময় ৷ অথচ করে না কফ-পিত্তের সঞ্চার। বিশেষ বেড়েছে গুণ শীতকাল পেয়ে। মাগুরের ছোট ভাই শিঙি নাম शब्द | হয়েছে সে অতি মিঠে মিঠে জল থেয়ে। হিন্দুর নিকটে নাই সমাদর তার। কাতলা মৃগেল আদি বড় মাছ যত। ফলে হয় গুণময় ইহার সমান। কুয়েৰু শ্ৰীপদতলে সৰাই প্রণত । যবনে মহিমা জানি রছিয়াছে মান ॥ কতরূপ সুথোদয় ভোজনের বেলা ৷ ভেটকী, ভাঙ্গন রাটা পারিসার বর্ণ তেল বঁটা আদি করি নাহি যায় ফেলা । আমলেট্‌ আদি করি মাছে কি জাক কামুকের কত সুখ ফুলটার কোলে। বাজারে বাজারে দেখ সবার আদর। রসন যে মুখ পায় এ মাছের ঝোলে ৷ সকলেই কিনিতেছে দিয়া হন দর } •गाछद्र ब्राज गइ न हत्व ७शन। লোণ গঙ্গে জন্ম লয়ে এ সকল মীন। সুধীর আধার এই রুয়ের ব্যঞ্জন। ইতেছে আমাদের পেটের অধীন। বল দে ৰুছ দেয় হাত নাশ করে। সকল খাদাই অতি উপন্থী। মনের জোতি बाज़ श्रृंख् খেলে পরে। পৃথকে હઃ জামিধাই দি 煎牌” 肝* * ?* ドリ** 、 i o