পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*३७ g Ꮼ কুলের কামিনী ধনী, চাতকিনী সুখ গণি, হুলুধ্বনি করে অবিরত । জলাশয়ে হংসীগণ, জলে দিয়া সস্তরণ, কলরবে কেলি করে কত ॥ পূর্ণ হলো মনসাধ, করিতেছে ভেরনাদ, ভীষণ ভয়াল রবে ভেক। আষাঢ়ের সুসঞ্চারে, শুভ শশধর বাড়ে, Q হইল বর্ষার অভিষেক । বর্ষাকালে মানবের অবস্থা । রান্নাঘরে কায়াহাটী, ভিজে কাঠ ভিজে মার্ট', কোনমতে নাহি জলে ঢ়লো । নাকে চোকে জল সরে, সেই দণ্ডে ইচ্ছা কলে, চলে শুদ্ধ চোলে যায় চুলে | ধনার সুখের ধ্বনি, নিয়ত নিকটে ধনী, নাহি মাত্র মনের বিকার। ভাল গাড়ী ভাল বাড়ী,প্রতিষ্ঠাতে মাবে আ{ড়ী, মনোমত আহার বিহার ॥ স্থিরভোগে স্থিরবুদ্ধি, স্থির-যোগে স্থির শুদ্ধ o পাত্রে পাত্রে পাত্রের বিচার। সদা তায় সদাচার, আচারে কি কদাচার, লোকচার দিছে ব্যভিচার | দীন তাই কোথা পান, সুধুমাত্র জলপান, তুড়ি সার মুড়ি নাই মুখে। টাকা বিনে হতবুদ্ধি, কিসে বল হবে শুদ্ধি, থাস কাটি ধান-বোনে ঢুকে ॥ বিদেশী ধৰ্ম্মের ঘড়ি, ভরস কেবল ভাড়, ভাগ্য-দোষে ভ{ও যায় ভেঙ্গে । বহু রাত্রে পেয়ে ছুটী, ছুটে আসে ছেড়ে কুঠ, চেকীদার ধরে চক্ষু রেঙ্গে । যত সব বিলসাধl, সকল শরীরে কাদা, জামা-পাগ ভিজিল উদকে। বহুকেলে ছেড়া জুতা, পাইয়া বৃষ্টির ছুত, একেবারে উঠিল মস্তকে ॥ গুপ্তের গ্রন্থাবলী । আমরা টোলের ছাত্র, নাছি জানি পাত্রাপত্র 'জানি শুদ্ধ একমাত্র পাঠ। d বাবুদের গেয়ে গুণ, নাহি মাছ তেল.লুণ ভট্টাচার্য দেন চাল কাঠ । মরি এই বাদলায়, কেহ নাহি বাদলায়, পুথি পাতি সব যায় ভেসে । তিন মাস রুদ্ধপাঠ, ফিরে হাট ঘাট মাঠ, দেখে শুনে মরি হেসে হেসে ৷ আমাদের সৃষ্টিধর, চিরজীবী অড়হর আদসিদ্ধ তাই হয় পাক । পৈতৃক সম্পত্তি বাদ, তাঙ্গর চিঙ্গড়ী দাদা তাহে সক্ত করি মটে শাক । দুই সন্ধ্যা তাই পাই, মাঝে মাঝে গীত গাঠ পোব। বেটা ঘটায় প্রমাদ । রাত্রিকাণে হাত ধুকে, নি ঐ ঘাই মহাসুপে, মিত্রজরে করি আশীৰ্ব্বদ | বঃখ তোমাৰ গুণ, কি কহিব পুনঃ পুণ ধারিবাক্যে চরাচর ভাসে। কি আর তোমার ব্যাঙ্গ, দোধর হয়েছে ব্যাস দেখে রঙ্গ রাঢ় বঙ্গ হাসে । আমরা বিপ্রের পুত্র, ধরিয়াছি যঞ্জস্থ এ or শুন ওহে ঋতুরাজ বাপা। জাতিধৰ্ম্মে ভিক্ষা করি, প্রাণে স্কেন নাহি ম:ি চাল ভেঙ্গে পড়ে ঘর চাপ | শরৎ ঋতু ! বরষা ভরসহীন, ক্ষীণ হয় দিন দিন শুনিয়া শরদ-আগমন । গগনেতে জলধর, শোকে পাণ্ডু কলেবর বরার বিচ্ছেদ কারণ। জগদ বিক্রমশূন্ত, চাতক বিষম খুঁঃ হাহাকার করে উদ্ধমুখে। ময়ুর ময়ূরীগণ, নিত্য নিত্য বিস্মর" কাননে লুকায় মনোখে। '