পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। গুচিল কোটালী পায়, বঙ্গ লয়ে বাঙ্গ ভার দিয়ে ভঙ্গ রসরঙ্গ সল। • একেবারে সৰ্ব্বনাশ, করিলেন জলে বাস, আর তার নাহি কলরব । গগনের চারুশোভা, দিন দিন মনোলোভ, নাহি আর অন্ধকাররাশি। চকোরের তুষ্টকর, সুবিমল সুধাকর, রজনীর মুখে সদা হাসি ৷ কপূরে পুরিল বিশ্ব, সেই মত হয় দৃপ্ত, সিতপক্ষ শারদ-নিশায় । অথবা নিশিতে হেন, অনুমান হয় যেন, শরদ পারদ মাখে গায় । প্রিয় দারা তারা যার ছিল তারা পতিহীপ, শশী ঘেরি তবে সব জলে । কিবা শোভা বব তাব, মল্লিকা-ফুলেল হীর, শোভে যেন স্ফটিকের গলে। নি4ণ হঠল জল, রাজহংস কলকল, সরোবরে করে অন্তগণ । দিবসের পরে, নয়ন বঞ্জন করে, হৃদয়বঞ্জন এ সঞ্চন | , , সহস্রদল, শতদল সুবিমল, - কুমুদ কালার শোভা করে। {ড় দিবসের গর, দত্ত হয়ে মধুকর, মধুপান করে দুই করে । শত শত দলে দলে, বসে শতদলদলে, বসে শতদল দলে সুখে । মনোহর সরোবরে, পুলকে ঝঙ্কার করে, কিবা গুণ গুন গুন মুখে ॥ િ পৃথিবীর পঙ্ক, শুদ, পথ निश्लक्ष्, নিরাতঙ্ক যোদ্ধাগণ সাজে। পণিকেৰ পথ-ক্লেশ, দুরে গেল সবিশেষ, পরস্তু বিচ্ছেদ মনোমাঝে ॥ ছ" মধ্যে ধন্ত, সকলের অগ্রগণ্য, শয়দের জয় সবে বলে। t & `.

  • ३१ iাগতে যোগীক্স-জার, মহেশ্বৰী মহামাদ, মবিভূর্ত অবনীমগুলে। লইতে ভক্তের পূজা, অধিষ্ঠায়ী দশভূজ, দশদিক করেন প্রকাশ । শরদের তিন দিন, কিবা ধনী কিবা দীন, জ্ঞান করে এই স্বৰ্গবাস ॥

醬 帐 将 k 激 琳 堪 }: C সকলের এক বোল, লেগেছে পূজাব গোল, পড়েছে ঢুলীর ঢোলে কাঠ। তধিন তাধিন রব, শুনিয়া মাতিল সব, চাটি শুনে ফেটে যায় মাটী। নবতের বড় ধূম, গুড়, গুড় গুম্‌ গুম, ভে ভে ভে ভে বাজিছে সানাই । মন্দিবে আমোদ ভবা, মন্দিবে মোহিত করা, তলে তালে তাল ধরে তাই ৷ এইরূপে মহানন, তামসিক ধনী ছাড়ে চাকি। পূজার না লন খোঁজ, মাছি কাব্দে তিনরোজ, পুরুতেল দক্ষিণীয় ফাঁকি। রাহ্মণ পণ্ডিত,যার, ব্রাহ্মণীর শাড়ী আগে লন । সুগার হইলে তার, আপনার জন্তে দুঃখী নন। দাতার গাহিয়৷ জয়, নস্ত ছলে মিসি লন কিনে । পুথিব ভিতর ভরি, i বাড়ী চলে যান দিনে দিনে ॥ প্রায় বৎসরের পরে, কত সাধ মনে অগণন । হয়ে প্ৰেম-অনুরাগী, নানামত দ্রব্য আয়োজন ॥ কেহ লয় সাতনলী, কাম-কিরাতের সাতনলা ।” আনন্দে ইয়া অন্ধ, পার্ষিক সাধিয়া তার, শেষে পুত্র বস্ত্র পায়, ভট্টাচাৰ্য্য মহাশয়, শ্ৰীহরি স্মরণ করি, প্রবাসীরা যান ঘরে, করেন প্রিয়ার লাগি, দেখিয়া আমরা বলি,