পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ প্রকাশিতে নিজ মেচ, বিজট লইল কেষ্ট, কেহ বা লইল কাণবালা । (रुङ् ब्लग्न कङ्किन, কেহ বা কনক-ঢুল, কেহ বা বিনোদ চন্দ্রহার। কেহ বা মুকুতা-মালা, কেহ বা কাঞ্চন-বাল, কিনে লয় শক্তি যে প্রকার ॥ ভূষণ লইল যত, বসন তাহার মত, মনোমত লইল সবাই ৷ কেত লয় শান্তিপুরে, কেহ বা বগড় ডুরে, কেহ কেহ লইল ঢাকাই ৷ বড় ধুম বড় ঘরে, সাটিনে কঁচুলি করে, চুমকীর কাজ তার সাঝে। 澳 # 姊 ए হেরি শণ শশধরে লাজে । সকল শরীরে তৃষ্ণ, মূৰ্ত্তিমতী যেন উন, পৌর্ণমালী নিশি করি নাশ । বর্ণনে অক্ষম কবি, মলিন শশাঙ্কচ্ছবি, রবি যেন হতেছে প্রকশ ॥ আকুলিত চারু কেশে, সেই ভূষা সেই বেশে, ভূজপাশে বাধে যার কর । কোথা আর স্বৰ্গবাস, তাতার দাসের দাস, ইন্দ্র চন্দ্ৰ কাম পঞ্চশর ॥ তেমম কপাল নয়, মনে মাত্র সাপ হয়, রূপখানি দেখ মরে যাই 肇 菁 বায়ন অগ্ৰেতে দিয়া, আয়না লইল গিয়া, যায় না তাহার শোভা বলা । লইল গোলাপী মিসি, ইচ্ছা হয় তাহে মিশি,

  • , আর কত পানের মসলা ।

ঘুনসী প্রেমের ফাঁসি, লইলেক রাশি রাশি, যাহে ভাল বাসিবেক প্রিয় { নিল মালা কত মত, কামিনীর মনোমত, স্থা হারে যাহারে হেরিয়া ॥ ' ആ vঈশ্বরচন্দ্র গুণ্ডের এস্থাবলী। জা নাইতে ভালবাসা, চুচুড়ার মাথাব্য, কসা কিম্বা রস কেবা গণে। কিনিল পরমাদরে, দিয়া কামিনীর করে, কৃতাৰ্থ হইব ভাবে মনে। অন্তরেরে ভয় আছে, পছন্দ না হয় পাছে, এই হেতু সুস্থ নহে মন। করিয়া বিশেষ ভক্তি, লইলেন যথাশক্তি, স্বীয় শক্তি-পূজার কারণ। পাড়াগেয়ে যুবাদল, মুখে হাস্ত খল খল, পরিচ্ছদে সদা মন কাবু। মনে মনে বড় সাধ, ফাদিয়া মোহন ছাদ, দেশে গিয়া সাজিলেন বাৰু। কালাপেড়ে ধুতি পর, দাতে মিদি গালভর, ঠোট রাঙ্গ তাম্বলের জলে। গেড়গবি জুত পয়, ঙ্গিন মেজই ", হাতে কেঁৎক। ছোংক সব চালু। যাহার সঙ্গতি যত, বস্ত্র লয়ে সেইমত দূর কবে মনের বিলাপ। ইয়াবের অম্বুরাগে, চরস লইল আগে আর কিছু আতর গোলাপ ॥ সহরের লোক যত, তাদের উল্লাস ঋত সুখের আমোদে সদ রত। বাবু সবে ঘোর গজ্জা, বাড়ীতে অনিয়া দর্জী পোষাক করিছে কত মত। কারপেট ঢাকে সেট, কারপেটু কারপেট্র কারুকৰ্ম্ম তাহে বাছা বাছ । স্বভাবের শোভা সব, তার কাছে পরাভব কৃত্রিম হয়েছে যেন সাচ | বান্ধবের গড়াগড়ি, তিনদিন ছড়াছড়ি লেবেণ্ডর গোলাপ আতর। আর আর দ্রব্য যাহা, ফুটে না লিখিব তাছ ব্যরকল্পে না হন কাতর ॥ বিরহিণী নারী যারা, নিয়ন্ত নয়মে ধ্বং তারা শুদ্ধ তার হার বলে।