পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমারে করিব দান পৃথিবীর পদ। , ৰখন তোমার রাজ্য করেছে হরণ। <তখন জানিবে তার নিশ্চয় মরণ ॥ জলদেরে ডাক দিয়া করেন আদেশ । রমণীমণ্ডলে তুমি করহ প্রবেশ ॥ লঙ্গধাৰ্ম্মিক বসন্তের করিয়া নিধন । aণীতরাজে দেহ গিয়া নিজ-সিংহাসন। জলজ জলদ সেজে অগ্রসর হয়ে । প্রদ্ধ হেতু বসিলেন হিমরাজে লয়ে। কামান কামান নয় বজ তোপ ছাড়ে। ঘোর বৃষ্টি ছিটে গুলী অন্ধকার বাড়ে। রূপ্তেন পূবের বায়ু দিয়া খুব ফের। কারিদিক্‌ ঘুরে করে ফায়ের ফায়ের। বসন্ত পড়িল দায়ে সব হল ভুট। ৷ প্রাণভয়ে রাজ্য ছেড়ে উঠে দিলে ছুট৷ বহিছে উত্তর-পূবে অতি ধীরে ধীরে। দক্ষিণে-বাতাস গেল একেবারে ফিরে। যে কোকিল ডেকেছিল কুছ কুছ স্বরে।] এখন সে শীতভয়ে উন্থ উহু করে। প্রভাসিল বিপক্ষদল উঠিলেন নেচে । রাজপটে রাজা হিম বসিলেন কেঁচে। প্লীতের সেরূপ জয় বসন্তের দলে। শী স্বজ যেমন জয়ী ইংরাজের বলে। বসন্ত-বিচ্ছেদ | বাবধি প্রাণনাথ প্রবাসেতে রয়। বসন্ত পীযুষ সম ৰিষোপম হয়। কোকিলের কুহুরবে কুহক লাগায়। আমার হৃদয়ে আসি বিধে শেল প্রায় ॥ বকুল-মধুর-গন্ধে প্রমোদিত বন। আকুল করিল তায় মভাগীর মন। পলাশে বিলাস করে মালতীর লতা। প্রবল করয়ে তার মনোমলিনত৷ ৷

  • f و i *.

' একেবারে বসন্তেরে প্রাণে কোরে বধ । ' নাগেশ্বর ষ্টেশর বেশ সম শোভা । প্রজাপষ্ঠি বসেখয়ি মনোস্থার প্রভা ॥ যেন কোন চণ্ডুর লম্পট জনশেষ। } । ভুলায় ললনা-মন, ধরি নানা বেশ ॥ " " পরে মধু ক্ষুরাইলে অমনি প্রস্থান। যে দিকে সৌরভ ছোটে সে দিকে পয়াণ ॥ সেইমত আমারে ভুলালে অরসিক। আশাপথ চেয়ে অাখি হলো অনিমিখ৷0 বিচিত্র হাস্য। . রসময় বিধাতার বিচিত্র কৌশল। হুজিলেন “মুখ”রুপ ভাবের মণ্ডল। সুরাগ বিরাগ আদি মানস-অভিাষ। হয় এই ভাবাকর বদনে বিকাশ।, এই মুখ-ভঙ্গীভরে ভ্রান্ত যত লোক । কোথায় উদয় সুখ কোথা উঠে শোক । আনন কানন সম ভাব তাহে শোভা। কছু নিরানন্দকর কভু মনোলোভী। বিষাদ বিষম ৰায়ু বহিলে তথায়। ক্ষণমাত্রে সৰ্ব্ব-শোভা লুপ্ত হয়ে যায়। তৃণদল পুষ্প ফল প্রাপ্ত মলিনতা। শুষ্ক হয় ললিত-লাবণ্যরূপ লত। । , রাগরূপ খরতর দিনকর-করে। বদন-বিপিন-শোভা একেবারে হরে। নয়ন-নিকুঞ্জপুরে জলে দাবানল। দগ্ধ করে চতুদিক্ হইয়া প্রবল। এইরূপ বিবিধ বিষমভাব-যোগে। . আনন-অটবী-শোভা ভ্রষ্ট হয় ভোগে । ফলে যবে সুখ-সমীরণ বহে তথা । মধুর মাধুর্য মাত্র শোভিত সৰ্ব্বথা। গ্রফুল্প নয়নকুঞ্জ পলক পল্লব। , চঞ্চল পুতলী যেন কুসুম-বল্লভ। গগুযোগে বিকশিত হয় কোকন । সঙ্গতি লক্ষ্মণ স্বরূপসম্প! - Q