পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४झैषशक्षठाउtछछ अदांकनी । o সির ছিল্লোল উঠে অধৰ্ম্মপুঞ্জে। . হায় রেবিচিত্র ভাব বলিহারি যাই । এমন মধুর বুঝি জার কিছু নাই। দেখ হে রসিকগণ রমণী-বদনে । হায় রে মাধুৰ্য্য কত প্রণয়-মিলনে i বলিতে বচন নাই সে য়ুস সুরস। প্রমোদ-পরোধি-জলে নিমগ্ন মানস । জার দেখ মানিনী বিনোদ বিস্বাধরে। হস্তিযোগে কত রস রসিকে বিতরে ॥ যেমন বরষাকালে মেঘাবৃত দিবা । অকস্মাং স্বর্য্যোদয়ে মুখোজয় কিবা ॥ অথবা শিশিরকালে ফুল্ল শতদল ৷ মধুপানে মহামুখী মধুকর-দল । গর্ভজ-প্রফুল্ল-মুখ-পদ্ম-বিলোকনে। অতুল আনন্দ উঠে জননীর মনে ॥ মৃত্যুস্থ इार्गे মুখে অমৃত বচনে। স্নেহরসে অভিষিক্ত অধর-চুম্বনে । হায় রে বাৎসল্য-রস-প্রকাশিনি হাসি ॥ সরলতা তোর গুণে হইয়াছে দাসী ॥ আর এক হাস্ত-শোভা ভাবুক-বদনে। চঞ্চল, চপল দিশি শোভিত সঘনে ॥ অথবা গগনে যেন নক্ষত্র-সম্পাত । অচির উজ্জল দীপ্তি ক্ষরে অকস্মাৎ ॥ এই আছে এই নাই এই আরবার। কতরূপ অপরূপ ভাবের সঞ্চার ॥ অপর মধুর হাসি সাধুর অধরে। পদ্মরাগমণি সম স্নিগ্ধ আভা ধৱে ॥” ন্মেরমুখে শীতল স্বভাব প্রকাশিত। হেরিয়া প্রশান্ত মম কুর হরষিত। - এইরূপ শুভপথে হাস্ত মনোহর। ভূপ্ত করে জগতের যাবৎ অন্তর ॥ কেবল ঘৃণার হাসে ঘৃণার প্রস্তাৰ। , शश नग्न ७५cगई शैनउॉब्र जंक्॥ e - “সতীত্ব দীপ | & * , , ;" | , , ; $ 4. রমণীর স্তে শোভে মমোহর দ্বীপ। " · শীতল আলোক তার জিনি নিশাধিপ। অথচ প্রখর অতি পাত্রভেদে হয়। । প্রখর তপনমত নয়নে উদয় ॥ । সতীত্ব সুন্দর নাম সুখদ শ্রবণে । সুললিত সমুদিত; এ তিন ভবনে। গুন হে চঞ্চল বালা প্রদীপ-ধারিণি। সাবধানে গমন করহ বিনোদিনি ॥ হৃদয়ের দ্বারে ধত্বে রাখিয়া তাহারে। প্রতিপদে ধৈর্য্যস্তৃত চাল দীপাধারে ॥ লজ্জারূপ চার বস্ত্রে দেহ আবরণ, ' তবে তব অমঙ্গল না হবে কথন ॥ এরূপেতে চল সতি সন্তোষ-কানন। প্রবল চঞ্চল অতি মদন-পবন ॥ সতীত্ব দুর্গম দুর্গ অতি অপরূপ । অসংখ্য প্রহরী তাহে শমন-স্বরূপ ৷ চারিদিকে প্রাচীর রুচির তাহে শোভা । ধৰ্ম্ম অর্থ মোক্ষ কাম নাম মনোলোভা ॥ তদস্তুর মনোহর আছে এক খাত। গভীর শল্পীর তার স্বভাবের জাত ॥ লজ্জা নামে খ্যাত খাত এ সংসারময়। নম্রতা তরঙ্গ তাহে নিয়ত উদয় ॥ দৃষ্টিরূপ কামানে বিক্ৰম অতিশয়। দুষ্টজন সভয়ে তটস্থ হয়ে রয় ॥ দ্বারেতে সবল দ্বারপাল কুল-ভয় । প্রবেশিতে, ফুর্গমাঝে কারো সাধ্য নয় ॥ এমন উত্তম স্থান অধিকার দ্বার। প্রতিকূলজনে মনে কি ভয় তাহার ? সীমস্তিনী-সরোবরে সতীত্ব-সরোজ । অতুল্য অমূল্য সেই অমল অম্ভোজ ॥ পতি প্রভি অতি মধু সঞ্চারিত সম্বী" স্নেহ নামে মধুকর গুঞ্জরিত তঙ্ক; i. శ్రీ*

  • .