পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Mঙ্গশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। পারে গোল লেগেছিল, শীৰ সব জেগেছিল, জেগেছিল পরাজস্ব মুখে ॥ মার রব মুখে ছিল, বৃহমধ্যে ঢুকেছিল, Q বুকে ছিল কামানের জোর । রোকে রোকে রুকেছিল,হাতে হাতে ঠুকেছিল, বুকেছিল লুটিতে লাহোর। কোপে গুলী ছুড়েছিল, তোপে ধূলি উড়েছিল, জুড়েছিল আকাশ পাতাল। শাকমুগু উড়েছিল, দাড়ী-গোপ পুড়েছিল, o খুঁড়েছিল ধরি তরবাল। শঙ্কদল হটেছিল, দেশে দেশে রটেছিল, চোটেছিল মহিষীর মন । দুঃখে বুক ফেটেছিল, নাক কাণ কেটেছিল, এটেছিল করিয়া শাসন । যুদ্ধে জয় । খ্যাঙ্ক লাড়, ধন্ত তুমি, ফিরোজপুরের ভূমি, • শীক-রক্তে প্রবাহিত নদী | এক হস্তে এ প্রকার, না জানি কি হতো আর, দুই হস্ত প্রাপ্ত হতে যদি। যুদ্ধে যুদ্ধে আপনার, সমতুল্য কোথা আর, মহিমার নাহি হয় শেষ । ডিউকের হয়ে পাটা বধ করি বোনাপাট, বুেথেছিলে ব্রিটনের দেশ। তুলনা তোমার কাছে, তুল্য গুণ কাব আছে, বাহুবল বুদ্ধিবল ধরে। প্রতিজ্ঞ মনের প্রিয়া, সাহসে সফল ক্রিয়া, হস্ত দিয়া দেশ রক্ষা করে। ধিক্ ধিক্ শাকপক্ষ, কিসে হবে প্রতিপক্ষ, কোনরূপে লক্ষণীয় নয় । ঠুদ্ধ করি উপলক্ষ, * এসেছিল কত লক্ষ, লক্ষ্যমাত্রে গেল সমুদয় ॥ ন জেনে বিশেষ হেতু, বাধিল নৌকার সেতু, কালকেতু ধূমকেতু শীক। - । ه ٤-كه د

  • . »sè বলহীন হয়ে শেষে, চুকিয় আপন দেশে, Q জাপলার যুদ্ধে দেয় ধিক। আমাদের সেন সব, মেরে সব করে শব,

ছেড়ে রব দিলে সব তেড়ে । গুলী গোলা নিলে কেড়ে, যত বেট চাপদেড়ে, পলাইল পূৰ্ব্বাপর ছেড়ে। গোরা সব রাগে রাগে, জোর করি তোপ দাগে, কামানের আগে যায় উড়ে। কোরেকোপ বুদ্ধি-লোপ,মিছে হোপখেয়েতো, জাড়ী গোপ সব গেল পড়ে। শীক শত্রু পরাভব, মুখে আর নাহি রব, সুখী সব ব্রিটিসের জয়ে। সকল হইল ভুট, গোটুহেল ড্যাম হট, ফেলে উট দিলে ছুট ভয়ে । ছড়, ছড়, হুড়, হুড়, ছড়, জুড়, ছড়, জুড়, গুড়, গুড়, গুড়, গুড়, গুম্। কড়, কড় চড় চড়, ঘড়, ঘড়, ফৰ্ড ফৰ্ড, হড়, হড়, দড়, দড় দুম | গাড়া গাড়া গুম গুম, ডাগা ডাগ ডুম ডুম, গুম্‌ গুম্‌ জয়ঢাক বাজে। পপ পপ পম্পম, ভম্‌ ভম্‌ ভম ভেরী রাগ ভাঁজে। ফায়ের ফায়ের ফুট, ফাই ফাই ভূট হুট, ড্যাম্ ড্যাম্ গোরাগণ ডাকে। * * কাহা যাগ, আবি তেরা শের লেগ', সেফায়েরা এই রব হাকে ৷ যুদ্ধের বিষম ধুম, গগনে উঠিল ধুম, ঘুম নাই নয়ন-নিকটে। ঘুচিল লীকের শঙ্ক, বাজিল বিজয়-ডঙ্কা, লঙ্কাজয়ী কাণ্ড ভাই ঘটে ৷ ঘটায় ছটায় চলে, ভটায় হটায় বলে, চকিতে চটায় শত্রুদল । কোরে চোট দিয়ে জোট, ধরচোট নিলে কোট, শীক কোট গেল রসাতল । खेँ उ उ उम्रै ख्भ् उभ्,