পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»à জামাদের মনে জার জন্য ভাব নাই। শুধু স্ববিচার চাই । পরিবর্ত কর সব নিয়মের দোষ। বাহাতে হইবে বৃদ্ধি প্রজার সম্ভোষ । জন্ম কৰ্ম্ম ধৰ্ম্ম রীতি জাতি আর দেশ। কোনরূপ কোন পক্ষে নাছি থাকে দ্বেষ। নিৰ্ম্মল-নয়নে কর কৃপাদৃষ্টি দান। একভাবে ভাব মনে সকল সমান । মাঙ্গলিক সব কাৰ্য্যে স্নেহ যেন পাই। শুধু স্ববিচার চাই শুধু সুবিচার চাই। আমাদের মনে আর অন্ত ভাব নাই ॥ • শুধু সুবিচার চাই। হৰ্শন-তত্ত্বর ভয়ে ভীত লোক সব । চারিদিকে উঠিয়াছে হাহাকার রব ॥ ধনীরূপে খ্যাতাপন্ন জমীদার ধারা। নালামের শক্ত দায়ে মারা যায় তারা ॥ শমনের সহোদর নীলকর যত । ধনে প্রাণে প্রেজাদের ছুখ দেয় কত ॥ . অত্যাচার দেশে যেন নাছি পায় ঠাই। " শুধু সুবিচার চাই শুধু সুবিচার চাই। আমাদের মনে তার অন্ত তাব নাই। শুধু সুবিচার চাই ॥ প্রভাতের কমলিনী । সহস্রফরের করে, কিবা শোভ সরোবরে, সে রূপের নাহি অনুরূপ। নলিনী ফেলিয়া বাস, বিস্তার করিয়া বাস, প্রকাশ করেছে নিজ রূপ। মাথার আঁচল খুলে, প্রিয় পানে মুখ তুলে, হেসে হেসে কি খেলা খেলায়। আহা কিবা মনোহর, দিবাকর দিয়া কর, স্নেহে তার বদন মুছায়। নেচে নেচে ক্ষণে ক্ষণে, হেটমুখে পড়ে বনে, মনে এই ভাবের জাভাৰ। vঈশ্বরচঞ্জ গুপ্তের গ্রন্থাবলী। কমললের ಕಡ್, # রবি-ছবি জলে জলে, বিদূরিত হতেছে বিলাল। . দলগুলি উঠে উঠে, মুখখানি কোটা ফোটে, ছোট ছোট কমলের কলি । মধুকর দলে দলে, সেই কলি দলে দলে, o 鼻 敬 擊 ° মোহিত মধুর রজে, উড়ে গিয়ে ফুড়ে বসে, এক ছেড়ে ধরে গিয়া আর । মধুলোভী মধুব্রত, পাইয়াছে সদাত্ৰত, লুটিতেছে মধুর ভাণ্ডার । মাতৃভাষা । মায়ের কোলেতে শুয়ে, উরুতে মস্তক থুয়ে, খল খল সহস্তি বদন । অধরে অমৃত ক্ষরে, আধো আধো মৃত্নশ্বরে, আধে আধো বচনরচন। কহিতে অন্তবে আশ মুখে নাহি কটুভাৰ, ব্যাকুল হয়েছ কত তায় । ------제-진-진-진 | আবে আবে। আব, আবা, সমুদয় দেববাণী প্রোয় ॥ ক্রমেতে ফুটিল মুখ, উঠিল মনের স্বত্থ, একে একে শিখিলে সকল । মেসে পিশে, খুড়া বাপ, জুজু, ভূত, ছুচে সাপ, স্থল জল আকাশ অনল । ভাল মন জানিতে না, মলমূত্র মানিতেল উপদেশ শিক্ষা হলো যত । পঞ্চমতে হাতে খড়ি, খাইয় গুরুর স্বকী পাঠশালে পড়িয়াছ কত। যৌবনের আগমনে, জ্ঞানের প্রতিভা মে বস্তু বোধ হইল তোমার। । পুস্তষ্ক করি পাঠ, দেখি ভৰে নী श्किॉशिष्ठ कब्रिह विक्रांद्र ॥ *