পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S63. লোর্ডের অধীন স্থয়ে অন্যায় জাচার । এই কি উচিত হয় ধাৰ্ম্মিক রাজার ঃ , কিছুই উপায় নাহি শাসনের ঞ্জোর। আপনি মাপন ধনে সাধু হয় চোর। অনুগত আশ্রিত যে সব লোক থাকে। তাদের আশ্রয় দিয়া অধীমের্তে রাখে। এইরূপে উচ্চপদে কৰ্ত্তাপক্ষগণে । কৰ্ম্ম দিয়া পালিতেছে শত শত জনে । রাজার নিকটে যেই পরিচিত নয়। ক্ষমতায় নাছি পায় রাজার আশ্রয় ॥ ভার আর নাহি হয় সম্পদের সুখ। আপনার কৰ্ম্মফলে ভোগ করে দুঃখ । পদেতেই মান হয় পদেতেই যশ । পদে না থাকিলে তার কেবা হয় বশ ? ক্ষমতায় রাজপদ পাবার কারণ । পরম্পর করে তাই সমান যতন ॥ করিবেন দেশে রাজা সুরীতি স্থাপন । সকলের হরে তার স্বভাব-শোধন ৷ করিবেন সবিশেষ বিস্কার বিধান । বিষ্ঠাবান্‌ হবে সব প্রজার সন্তান । প্রজায় শিখিলে বিদ্যা ভাবনা কি জায়। পরম্পর করে সবে প্রিয় ব্যবহার ॥ " বিস্কা অার নীতি-গুণে সাধুভাব ধরে। কারো প্রতি কেহ নাহি অত্যাচার করে। রাজ্যের মঙ্গল তীয় অশেষ প্রকার । কোনমতে নাহি হয় শান্তির সংহার। শান্তি হলে সঞ্চারিত না রহে জাল। প্রণয়-প্রভাবে সবে সুখে কাটে কাল। সুরীতির সমাগমে মুখ কব কত । .কুরীতি কুনীতি হয় একেবারে হত । ষে রাজার প্রজাগণ নীতিতে নিপুণ । শিল্প আদি আর আর ধরে বহু গুণ। বিবিধ ব্যাপারে করে ৰিহিত বিশেষ । স্বর্গের সমান হয় লে রাজার দেশ।

  • 雙就嚇戰嘛幹。

o r r ল । び * マ 、 * নীতি আদি বিস্তুগাল করিয়াঃখঞ্জেবিজ্ঞানের উপদেশ ক্রমে যথাক্রমে + ভূগোল খগোল জার পদার্থনির্ণয়।। জ্যোতিষ প্রভৃতি আর শাস্ত্র সমুদয়৷ বিশেষতঃ বৈদ্যশাস্ত্র সকলের সার । , যার চেয়ে গুম্ভকর কিছু নাহি জার। অমুরত হয়ে রাজা খুলিয়া ভাণ্ডার । করিবেন এ সকল শাস্ত্রের প্রচার। প্রজাদের জাতি-ধৰ্ম্ম আর কুলাচাঁর । চিরদিন চলিতেছে যেমম যাহার ॥ স্থিরভাবে শাস্তিযোগে সেইরূপ রয়। তাহে যেন কোনরূপ ব্যাঘাত্ত না হয় ৷ যার বাহা ধৰ্ম্ম হয় ভাল তার তাই । পরধৰ্ম্মে পীড়া দেয়া প্রয়োজন নাই ॥ আপনি পালুন রাজা ধৰ্ম্ম আপনার । নিজ নিজ ধৰ্ম্ম প্রজা করুত্ব প্রচার । পরিত্রাণ ভায় তার যে ধৰ্ম্মে যে থাকে । সকলেই একভাবে এক ব্রহ্মে ডাকে ॥ ধিক্ ধিক্ অধীনতা ধিক্ তোরে ধিক্ । ফুকুরে কাদিতে হয় লিখিতে অধিক। বোধ আর কোনরূপে প্রবোধ না ধরে । হৃদয় বিদীর্ণ হয় মনে হলে পরে ॥ মনের যাতনা আর ফুটে বলি কারে ? • এরূপ না হয় যেন কোন অধিকারে। কোথায় করুণ প্রভু করুণানিধান । করুন রাজার মনে করুণ প্রদান। ইঙ্গিতে আদেশ কর রাজমন্ত্ৰিগণে । যাতনা না দেন যেন অধীনের মনে । করুন করুণ হয়ে প্রজার কুশল। হরু বাণিজ্য আদি কুরীতি সকল {| ধরুন তরুণ ভাব স্কায়ে হয়ে রত। করুন উচিত দয়া অরুণের মত ॥ তরুন কলঙ্ক হতে করি সুবিচার। ঘৰ। রীতি ধর পয়ে গুরুদ ভাণ্ডার }”