পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কখনো বা ভাসে সৃষ্টি বৃষ্টির ধারায়। हिमांश् चुकोत्र टिशैन प्ठांश ॥ জীবের ভোগের হেতু ঋতুর স্বজন। পৃথকে পৃথক তার প্রভা প্রকটন। প্রেতিক্ষণ পায় মন নব পরিচয়। পুরাতন নয় যেন পুরাতন নয়। হযেছে নূতন স্বষ্টি এই দৃষ্টি হয়। যেন পুরাতন নয় ॥ বিচিত্র স্বষ্টি। এই ধরা এই বহি এই বায়ু জল । এই তরু এই পত্র এই পুষ্প ফল। এই স্ত্রাণ এই দৃষ্টি এই স্পর্শ রব। এই এই এই এই এই এই সব ॥ এই ভব পঞ্চীকৃত পঞ্চ ছাড়া নয়। এই পাত ভেদ গুণে কত পাত হয়। এই ক্ষুধ এই তৃষ্ণা এই শোক রোগ। এই মুখ এই দুখ এই তৃপ্তি ভোগ ৷ এই ভাব এই বোধ এই চিন্তা মন ৷ এই খাদ্য এই মুখ এই আস্বাদন ॥ এই নদী এই ক্ষেত্র এই উপবন । এই চন্দ্র এই স্বৰ্য্য এই তারাগণ ॥ এই রাত্রি এই দিন এই তিথি বার। এই দৃশ্য এই আলো এই অন্ধকার । এই প্রাত এই সন্ধ্য এই মধ্যকাল । এই এই এই দণ্ড এই খণ্ড কাল ৷ কি আশ্চৰ্য্য ভবকাৰ্য্য সব পুরাতন । অথচ নয়নে নিতা নিরখি নুতন ॥ বিচিত্র তোমার স্বষ্টি ওহে বিশ্বময় । পুরাতন নয় যেন পুরাতন নয়। হয়েছে নূতন স্বষ্টি এই দৃষ্টি হয়। যেন পুরাতন নয়। লিঙ্গশ্বরচঞ্জস্টঞ্জেঞ্চাৰলী। স্বশীতল সুশীল ২, . মৃধা সম মুমধুর দয়া-রস ট•ে দীন হীন জনমন-চকোরের ক্ষুধা। ক্ষণমাত্র নিবারণ করে সেই সুধা ॥ কেমনেতে মনে হয় দয়া আবির্ভাব। ভাবিয়া ভাবুক জনে নাহি পায় ভাব। আমি বলি কাজ নাই অন্ত কোন ভাবে। সঞ্চারিত দয়ারস স্বভাব- প্রভাবে ॥ পাষাণ সমান যার নিদয় হৃদয় । কেমনে হইবে তাহে দয়ার উদয় ? উপায়বিহীন জন-মানস নলিন। নিরদয় নিকটেতে নিয়ত মলিন ॥ করুণবিহীন সেই নিদারুণ জন। পর-কাতরেতে নাহি গলে তার মন ॥ নিরবধি নীরধর বরিষে শিখরে । গিরিবর কলেবর তাহে সিক্ত করে। কখন কি হয় দ্রব ভূধর-শরীর ? অভিমান নিম্নগামী হয় সেই নীর ॥, মানুষের প্রতি যার প্রতি নাই মনে।। মানুষ বলিয়,তায়ে গণিব কেমনে ? আত্মদুঃখে দুঃখী যেই মুখী আত্মমুখে । কাতর কি হয় সেই অপরের দুঃখে ? আত্মমুখ-অভিলাষী বটে সেই জন। কিন্তু মনে নাহি পায় সুখ এক ক্ষণ ॥ নিরস্তর অন্তরে কল্পনা কবে কত । কিছুই সফল নুহে আশ মাত্র হত ॥ কোথায় সুখের স্বত্র খুজি ৷ না পায় । কামনা-কণ্টক-বনে ভ্ৰমিয়া বেড়ায় ॥ জীবের হয়েছে মাত্র জীব পরিবার। প্রিয় পরিজন প্রতি স্নেহ নহি যfর ॥ কেমনে জগতে সেই পাবে সুখলেশ । উচিত তাহার মাত্র সমুদ্র-প্রবেশ ৷