পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভঙ্গশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। е বদনে বচন-বৃষ্টি, দেখিয়া এরূপ স্থষ্টি হতেছে,বিশ্বয়। বিকল মনের কল, এই মাত্র কোরে বল, উঠেছিল স্থান, জলে অতিশয় । স্নিগ্ধবারি সহকারে; সুমধুর-ফলাহারে, জুড়াইল একেবারে, জঠর নিলয় । কে করিল এই তঞ্চ, কে করিল এই পঞ্চ, কে দিয়েছে বুদ্ধি মন, কে দিয়েছে ছয় ? কে দিলে আমায় জন্তু, কে দিলে আমায় তনু, করিলেন এই মনু কোন মহাশয় ? এক ঘরে বহু ঘর, কবি গুরি বহুতর, যোগাযোগ পরস্পর, দ্বার আছে নয় । এই কাণ্ড অনিবায়ু, কেমনে হইল ধার্য, ভাবিয়া ভবের কার্য, মোহিত হৃদয় । ঠিতকণী কেবা আছে, যাই আমি কার কাছে, পাই আমি কার কাছে, তার পরিচয় ? এই সব চলচির, পাইয়াছে কলেবর, জিজ্ঞাসা করিলে পয়, কস নাহি কয়। *ন ওহে দিবাকর, তিমির বিনাশ কর, জগতের শোভাকর, তুমি জ্যোতিৰ্ম্ময়। প্রভাকর প্রিয়তম, মানস গগনে মম,

  • ঘোরতর ভ্রমতম, কর দেখি ক্ষয় । নদীনদ গুণন, ওহে বন উপবন, ওহে ভাই জীবগণ, আছ সমুদয় ॥ ময়েছি কাতর অতি, স্বভাবে চঞ্চলমতি, করি হে সবার প্রতি, বিহিত বিনয় । আমিতে স্বয়ম্ভু মই, অবশ্যই কৃত হই, কর্তা কষ্ট কর্তা বই, ক্রিয়া নাহি হয়। মনেতে জেনেছি এই, তোমাদের কর্তা দেই, আমার নিৰ্ম্মাতা সুেই, বিভু বিশ্বময়। মনোহর এ সংসার, ইচ্ছায় হয়েছে যার, সেই সৰ্ব্বমূলাধার, কোন খানে রয় ? প্রকাশ করিয়া ভাই, সবিশেষ বল তাই, .কেমনেতে আমি পাই, তাহার আশ্রয় ?

কটাক্ষে জগৎ দৃষ্ট;• wo O os আকার প্রকার তার, , হয় বল কি প্রকার, কিৰূপে পাইব তাব, পরম প্রণয় ? বল ভাই কি প্রকারে, পূজা করি আমি তীরে, এই মনে বাবে বারে, ইতেছে সংশয় । অখিলের অধীশ্বর; গুণাতীত গুণাকর; কোথা তুমি পরাৎপর, নিত্য নিরাময় । কিসে পাব দরশন, প্রতিক্ষণ প্রতীক্ষণ, ভবে মন উচাটন, স্থির নাহি রয় , ভবারণ্যে ভ্ৰমি এক, দুঃখের না হয় লেখা, দয়া কবি দাও দেখা, দীনদয়াময় ! তোমার স্বজিত হই, তোমা বই কারে কষ্ট, ওহে বিভু তোমা বষ্ট, কিছু কিছু নয় । , নাম ধব কৃপাকব, আমায় কৃতার্থকর, নিজ জ্ঞান দান কব দুইয়ে সদয়। তোমার স্বৰূপ ধান, তোমার স্বরূপ জ্ঞান, স্থিরতাবে হয় যেন, অন্তরে উদয় প্রপরে পবিত্র কব, পরিতাপ পরিহর, প্রণব প্রদান কর, হয়ে মনোময়। f তব প্রেমে হয়ে পীত, মুখে গাই এই গীত, জয় জয় জগদীশ, জগদীশ জয় ॥ 事 সংসার-জাত । চণকাদি শস্তচয়, জাতীয় পতিত হয়ন্ত্র বক্রভাবে চক্র ঘুরে তার। - : ঘর ঘর ঘন ঘর্ষে, পৃথক পৃথক স্পর্শে স্ট্র চূর্ণ হয় দেহ সবাকার। কিন্তু যেই সেই দণ্ডে, ধবে গিয়া সেই দণ্ডে, সেই দণ্ড দণ্ড নাই আর । মূলের আশ্রয় লয়, পূৰ্ব্ববৎ স্থল রয়, তার দেহে না হয় প্রহর । 鬱 সেইরূপ বিশ্বপাত, সুচারু সংসার-জাত, লিনা করে করিয়া ধারণ । নর অ’দি জন্তু চয়, সমভাবে সমুদয়, দগুযোগে করেন পেষণ ।