পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o so फ्रेंटम ॐ | 疊 & *F, *r r مه تعیعهای & * #',” # , , , , ,

  • ă

অনায়াসে অপার সাগর হয়ে পার। ব্যাপারী বাণিজ্যে কত করিছে ব্যাপার। পাইতেছি কত দ্রব্য প্রয়োজন মত। কত কত দেশে যায় লোক শত শত ॥ নূতন নুতন দেখে কুশল অশেষ। স্বদেশ বিদেশ আর না হয় বিশেষ ॥: জাহাজ কেবল নয় কত দেখ আর । ] বস্ত্র অস্ত্র যন্ত্র আদি অশেষ প্রকার ॥ সব দিকে বল তার কল যায় চলে। ’ জ্ঞানগর্ভ গ্রন্থ যত ছাপা হয় কলে ॥ এই কলে কোন কিছু থাকে না অভাবে। এ কলের স্বষ্টি শুধু জ্ঞানের প্রভাবে। ’ বিদ্যাবলে বুদ্ধিৱলে যাহা করে কারু। গুণময় সমুদয় অতিশয় চারু। দেখনা বিলাতে গিয়া জলের ভিতর। কিরূপ করেছে এক সেতু মনোহর। উপবে জাহাজ চলে নীচে চলে নর। অপরূপ আর কিবা আছে এর পর ? বুদ্ধিবলে জানকীর উদ্ধারের হেতু । সাগরের জলে রাম বাধিলেন সেতু ॥ স্বভাবে সম্ভব সব বিস্কার কৃপায়। } বিনোদ-বিমানে চোড়ে শূন্তপথে যায়। , দেব বোলে জ্ঞান হয় মানুষের কাজে । চরে খেচর দেথে পার্থী মরে লাজে ৷ মানস নামেতে এক বিমান করিয়া । দেখিতেছে কত শোভা আকাশে উড়িয়া ॥ ইন্দ্রজিৎ নামে ছিল রাবণ-নন্দন। ঘূরিয়া আকাশ-পথে সে করিত রণ। দেখ কি সুন্দর কল ঘড়ীর ভিতর। সংসার-চক্রের ਭੋਗ নিরন্তর ॥ তাড়িদ্বার্তাবহ । “ইলেকট্রক টেলিগ্রাফ কিরূপ প্রকার। ৰচনে বাহারগুণ ন হয় প্রচার। • ভূমিতলে জলে ডালে যুক্ত আছে তার। 曾上 কলে জলে আসে যায় যত সমাচার ॥} ছয়মাসের পথে যাহা হতেছে ঘটনা। এখনি এখানে তাহা হইবে রটনা ৷ হায় কিবা মানুষের কৌশলের কাজ দেখে অতি খরগতি লাজ পায় বাজ ॥ গগনে চপলাময় চমকে যেরূপ । তুলনায় এর গতি তার অনুরূপ , প্রথমেতে এই বিদ্যা যে করে প্রকাশ । কোথা গেলে দেখা পাব হব তার দাস ॥ কুশলের এই কীৰ্ত্তি করিলেন যিনি। সামান্ত মানব নন দেবলোক তিনি ॥ কলের গাড়ী । কি আশ্চৰ্য্য রেলরোড দেখ দেখ সবে । ভারতে ভারতী তার কে শুনেছ কবে ? এ ব্যাপার ষে প্রকার কব কার কাছে। ভারতে কি ছিল ইহা ভারতে কি আছে . কলেতে চলেছে গাড়ী নাম বাষ্পরথ । • • ছয় দণ্ডে চেলে যায় ছদিনের পথ ॥ • চমৎকার দেখি আঁখি মেলিতে মেলিতে । কতদূর পড়ে গিয়া দেখিতে দেখিতে ॥ বসিয়া দাড়ায়ে চল পদ থাকে স্থির। এত দ্রুত চলে তবু টলে না শরীর। এই আছি কলিকাতা এই বৰ্দ্ধমান। এই এসে মানকরে হই অধিষ্ঠান। মানকর ছেড়ে দিয়ে তখনি তখনি। রাণীগঞ্জে এসে দেখি কয়লার খনি । কিছু দিন পরে পাব আনন্দ অপার। বাসি হয়ে কাশাবাসী হবোনাকে আর ॥ বিকালেতে বারাণসে কোরে খুব ধুম। রেতে রেতে বাড়ী এসে মুখে দিব ঘুম ॥ দিল্লী যাব আগ্রা যাব যাব কত দেশ। লাহোরে শীকের দেশে করিব প্রবেশ ॥ bNులి l کے