পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। $હe हरिङ जांनशे कीनको गठ भाझे। & মধুর বন্ধ-গুণে বলিহানি নাই। ভারতে এ রস কিবা রচে দ্বৈপায়ন। মধুর বন্ধুত্ব-গুণে সিক্ত নারায়ণ ॥ " পাইয়া করুণারূপ ক্ষীরোদের ক্ষীর। পৃথিবীরে জয় করে ধনঞ্জয় বীর ॥ করিতে বন্ধুর তুষ্ট সেই ভগবান। সহোদরা সুভদ্রায় করিলেন দান। ভারত-সুরত-প্রুধী স্মরহ সবাই । মধুর বন্ধুত্ব-গুণে বলিহারি বাই ॥ ভাগবত ভাগে ভাগে এ রস রচনা । গোকুলে গোপালকুল সহিত সুচনা। প্রেমাননো ঢল ঢল রাখাল সাজিয়া । মুরক্তি সহস্র সহ বাণী ৰাজাইয়া ॥ বিপজে বাচায় ব্ৰজ ধরি গোবৰ্দ্ধন । কালিীর কালীদছে কালীয়দ্ধমন ॥ কতবার গোপকুল বাচার কালাই। মধুর বন্ধুত্ব-গুণে বলিহারি যাই | এই রসে পরিপূর্ণ নানা ইতিহাস । পুকুশ পুরাণ শাস্ত্ৰে সদা কুঞ্জৰাশ ৷ ততদিন বন্ধুদের রাজ্যনিরূপণ ॥ মতদিন বন্ধুত্বাবে ছিল রাজগণ । পরস্পর দ্বেষীদ্বেষে নষ্ট করে দেশ। জগচন্দ্রে পৃথুরাঙ্গে মজার বিশেষ ॥ শাত্ৰবতা-মুখে দিই কালী চুণ ছাই । মধুর বন্ধুত্ব-গুণে ৰলিছারি যাই । দুলভ নাছিক কিছু তুৰন-ভিতর। অতি হীন দীন হয় রাজ্যের ঈশ্বর। ‘নবাব নাজীম হয় বাদীরগনান । পাত্র-পুত্র প্রাপ্ত হয় রাজসিংহাসন ! ভাট কছু মহামান্য পত্র-সম্পাদনে। সঙ্কলি সুলভ হয় মনুষ্য-সাধনে ॥ সঞ্চমিলে কিন্তু সে বন্ধুত্ব ৰেলৰ পাই ? মর বন্ধ গুণে দিহারি বাঁধী - ধনেভে না মিলে ৰন্ধু এমন কি আছে। দশানন জানে মর্ত্যে পারিঞ্জাত গাছে ॥ ধনেতে তাজের রোজা হইল স্বজন। ধনে হিন্দুৰন্ত প্রাপ্ত হইল যৰন ॥ ধনলোভে ধৰ্ম্মত্যক্ত হিন্দুর সস্তান। ধনে শূদ্র হয় ক্ষত্ৰী পণ্ডিত-বিধান ॥ কিন্তু ধনে ৰন্ধুরত্ব নাহি মিলে ভাই । মধুর বন্ধুত্ব-গুণে ৰলি হারি যাই । বাছৰলে পরাক্রান্ত হয় কত জন । ৱণজিৎ রণজয়ী জাছে নিদর্শন ॥ বিক্রমে বিক্রমাদিত্য হলো নরবর। lo চন্দ্রগুপ্ত কোরী হলো মগধ-ঈশ্বর ॥ এইরূপে ৰাহুবলে কত শত জন । জনায়াসে লদ্ধ করে মানসের পণ । কিন্তু নাহি মিলে বন্ধু মনে ডাবি তাই । মধুৰ ৰন্ধুত্ব-গুণে বলিহাৰি যাই ॥ তপোবলে দশানন শাসিল ভুবন তপোবলে ৰিশ্বামিত্র হইল ব্রাহ্মণ ॥ হরিশ্চন্দ্র নামে ছিল এক নৃপবর। তপোৰলে হুইল সে অজর অমর। কিন্তু ৰণ তপোৰলে কোন মহাশয় । পাইলেন প্রিয়তম বন্ধ সদাশয় ? ৰিনা বন্ধু সব পাই তপস্যার ঠাই । মধু ৰন্ধুত্ব-গুণে বলি হারি যাই। পেয়েছি বান্ধৰ এক অমূল্য অতুল্য। কৈৰলোর মুখ পাই তার আয়ুকুল্য। চমৎকার ভাব তার কটুতা অভাব। সে জেনেছে ভাব তার যে করেছে ভাব ৷ সরল স্বভাবে তার হৃদয় গঠন । শুভক্ষণে তার সহ হইল টন । তাহারে পাইলে আর কিছুই না চাই মধুর বন্ধুত্বগুণে বলিহারি যাই। হেরিলে তাছার মুখ দুঃখ পরিহরি। শুনিলে তাহার নাম আননো শিহৰি ॥