পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"क्लेफ़लध्tgनgशदृशी। · »ቈግ . s: /* গরিমাগরত্রে গেল গুণের গৌরব। • kr আপনি কৈবল্যধাম অপর রৌরব। কবি ও কবিতা । • এইরূপ ষড়রিপু নিবারিত নহে। পান করি করিতার মুরস মধুর। সোণার ভারতভুমি ভষ্ম করি দহে ॥ শোক তাপ যত আছে সব হয় দূর । ৰক্ত লোক অলসে অৰশ কলেবর। কবিতা অমৃত-ফলে যে না নিলে তাঁর । দরিদ্র পরের ছিদ্র সন্ধানে তৎপর ॥ অধিক কি কব ধিক বৃথা জন্ম তার ॥ নাহি মাত্র ঐক্য সখ্য ভাবের সঞ্চার। হও তুমি সুপণ্ডিত বিদ্যার সাগর। হীন ধৰ্ম্ম কৰ্ম্ম মৰ্ম্ম গুপ্ত সৰাকার : গদ্য লিখে বাধা করি হও প্রিয়বর ॥ ৮ কুকৰ্ম্মেতে শূন্ত হয় ধনের ভাণ্ডার। কবিতার প্রতি যদি প্রেম নাহি ধর । স্বকৰ্ম্মে মুদিত হস্ত কমল আকার। কবির কবিতা-গুণ ব্যাখ্যা নাহি কর । কোনমতে বৃদ্ধি ষাহে হয় স্বীয় গৰ্ব্ব । কি রস নীরস তুমি, বিরস বিকট । করেন বিবিধ পৰ্ব্ব শ্ৰাদ্ধ আদি সৰ্ব্ব কিসে তুমি যশ পাবে, গুণীব নিকট ? কিরূপ পাতক-বৃদ্ধি উৎসবের দিনে। কবিতার প্রেমে যদি, না হও প্রেমিক। লিখিতে লেখনী যাঁর লজ্জার অধীনে। কোথা তব রসবোধ, কিসের রসিক ? হিন্দুধৰ্ম্ম রক্ষা হেতু যে হয় উদযোগ। কাকের ডাকের স্তায়, ককশ কুভাষ । বালির সেতুর প্রায় সেই কৰ্ম্মভোগ । তাহে তুমি কত গুণ, করিবে প্রকাশ ? ধৰ্ম্মরক্ষু হেতু এক বিদ্যালয় আছে। ভাব রস প্রেম আছে, কোথায় তোমার ? * কত দিন প্রদেশ অস্থির হইয়াছে। কার বলে কর তুমি, পুস্তক প্রচার ? অবশেষ ধনাভাৰে হলো ছায়াবাজী। কবিগণ মহাজন, নাহি রাখে ধার। ৮ ৰিপক্ষে দিতেছে গালি বলি চুছোপাজী ৷ ৰায় করে পুঁজি পাট, শুধু আপনার • ধৰ্ম্ম-সভাপতি সবে ধৰ্ম্ম-অধিকারী । তোমার কি আছে পুজি ? সকলেরি ধারে । কি কৰ্ম্ম করিছে যত উত্তরাধিকারী ॥ ধার করা ভাব লয়ে, যা করিতে পারে ॥ পিতা পৌত্তলিক পুত্র একেশ্বরবাদী। ধেরে হয়ে হেরো হলে, মুখে বল জিত । নাম মাত্র মতাক্রান্ত সৰ্ব্বধৰ্ম্মবাদী। . জানিতে মা পায় কিছু, কারে বলে হিত ॥ হিন্দু নাম ইহাদের হয়েছে কেমন। যদি জানি নানা রূপ, নিধির নিধান । নামেতে বিহঙ্গ মাত্র মরাল যেমন ॥ সাগরের লোণ জল তবে করি পান ৷ ইহার করেন ঘৃণা খৃষ্টীয়ানগণে । সাগর ডাগর নাম, বিহীন রতন। কোকিল দোষেন যেন কাকের বরণে ॥ এমন সাগরে'আমি, কারনে যতন ॥ এরূপেতে পুণ্যভূমি হলো ছারখার। কবিতা অমৃতসিন্ধু, ভাব যার ঢেউ । .বিভূর করুণ বিনা রক্ষাগাহি আর । এ সাগরে প্রেম জল, নাহি খায় কেউ ॥ ভারতের দশা হেরি বিদরে হৃদয়। মনের এ খেদ কারে কারব প্রকাশ ? জননী-দুর্ভাগ্যে যথা তাপিত তনয় ॥ হায় হায় । এই দুঃখ কে করিবে নাশ ? কেহ আর নাহি চায় মধুর স্বরস। ' • ' ' ' سسسسسسسه س-- * . . . . . . . . . . . . কাঠেতে কামড় মেরে গান করে যশ ॥