পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- $8. s বিচার করিলে কলে, স্থির এই ঘটে। স্বভাবেই করাহীন, ৰুর নাই বটে ॥ ৰখন এ দেহ ভূমি, করনি নিষ্কর। তখনি জেনেছি তুমি, আপনি নিষ্কর। বুঝিতে না পারি পিতা, তোমার এ লীলে। নিষ্কর হইয়া কেন, নিষ্কর না দিলে ? পাট নিয়, যে ভূমি, দিয়াছ তুমি নাথ । পরিমাণ মাত্র তার, সাড়ে তিন হাত ৷ তাহাতে আসার মাটী, কঁাটা বনময়। কেমনে স্বপস্ত হবে, উর্বরাতে নয় ॥ কেবল বাড়িছে ঘন, চাষ হবে কিমে ? অঙ্কুরিত হলে তরু, কাটে কাম-কীশে ৷ মুচির নাষ্টি কর, হয়ে তুমি রাজা। কিরূপে বঁচিবে প্রজ, সদা শুকে হাজ । বিপদ আমার পক্ষে, বক্ষে কিসে ! প্রতি কাল, এসে কাল, কবে কর লয় । কোনরূপে তার কাছে, নংি চলে ফকি । জমা জমি কড়া কমি, নাতি বাণে বাকি । করি বা কি, তার বাকি, রাখি ক’ল, ভণে । জাখির নিমিযে পোরে, সেধে নি; গ’লে । পাইয়া তোমার ভূমি, এই ভোগ তীব । না হলো মুখের যোগ, কৰ্ম্মeে"; যাৰ । তার হাতে বদ্ধ আছি, তত ম’র যার : দেখি শেষ কপালেন্তে, কি তন মান 'র । পড়েছি তোমার হাতে, তুমি ! মনে ঠিক জানিয়াছি, তুমি ন ও গ’ল । দয়াকর দয়া কর, পাতিয়ছি ক ল । কর পাত একবার, আমি দিষ্ট རྒ:2 ༈ ন কর উপুড়হস্ত, গুটাইয়া লাগে । পেতে কর, পেতে কর, কিছু কলি পালে। ! আমায় দিয়াছ কর, কর তাপ ল ৪ : করে লিখি তব গুণ অমুকুল স্ক ও । প্রেম তুলি, তুলি তাতে, ভক্তি-রঙ্গ দিয়া । হৃদিপটে তব রূপ, রাগিব লিখিদ ।

  • r"**** r س٫ر 'د ، .."* 'د ب '

f, - ÈJ خانه A. so %. ஆ* মনোময় রূপ ধরি, দরশন দেহ । । তুলি ধরি চিত্র করি, পূর্ণ করি দেহ ॥ মনে, হাতে, যাতে পারি, তোমার বিভাল। অন্তর বাহিরে আমি করিব প্রকাশ । শুনিলাম অপরূপ, নাক নাই তব। সুবাস কুবাস নাহি, হয় অনুভব । গন্ধবহে, গন্ধ বলে, কাছে অহরহ। তুমি তার গন্ধভার, কিছু নাহি লহ ॥ তোমার শরীর নাকি, এমনি অবশ। নিরন্তর করাঘাত, করিছে অবস। অবশের দণ্ড খাও, অবস হইয়া। বায়ুর যাতনা সদl, রোয়েছ সহিয়া ॥ ক্ষরী ধরি, বঙ্গ বারি, করিঢ়ে প্রহর । শিশির নিয়ত সবে, নিশির নীহার। সহজে কোমঃ কয়, সয় সমূদয়। এ সকল নতনয়, যতন না হয়। পৰম মঙ্গলময় তুমি নিজে শিব। & শিবের অণিল শুনে, কঁদে যত জীব | পেলিয় ভধের খলা, তুমি হলে কাদি । দেখিয়া তোমার নাট, হাসি আর কাদি ৷ অভিধান, অভিধান, রাপিয়াছে মুখ । কিন্তু একি অসম্ভব, নাহি তব মুখ । মুখ তমে মুখ নষ্ট, বিমুখ হয়েছ । , | মুক হয়ে একেবাবে, নীরব রয়েছ। আজ গজ চারিমুণ্ড, পাচমুণ্ড যারা । নাহি বুঝি মাথামুগু, কি বলেছে তবে " শাস্ত্র সব মুখ বোলে, ডাকে কোন গুণে । মুগুপাত হইতেছে মুগু নাই শুনে । কহিতে না পার কথা, কি রাখিব নাম। তুমি হে, আমার বাব, হাব আত্মারাম” ৷ তোমার বদনে যদি, না স্বরে বচন । কেমনে হইবে তরে, কথোপকথন ? আমি যদি কিছু বলি, বুঝে অভিপ্রায় । । ইসেরায় ঘাড় নেক্ষে, সায় দিও ॐष् ॥