পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘোর দ্বন্থ, ভ্রমে অন্ধ অন্ধকার তায় । নয়ন থাকিতে জীব, দেখিতে না পায় ॥ সনোময় তুমি কিন্তু, তোমাৰ ভুলিয়া। কত ভাবে কত ভাবে, কল্পনা তুলিয়া' করুক ধরুক শিল, দি থাকে প্রেম। তব জ্ঞানে মাটা ধোরে, প্রাপ্ত হবে ছেম ॥ কি দিয়ে পুজিতে হয়, কেহ নাহি জানে।. গঙ্গাজল বিশ্বদল, গন্ধ পুষ্প জানে। অরূপ স্বরূপ তুমি, কি তরুপ বলে। ভূমি কি জলের বশ, তুষ্ট তুমি কলে ? যোগ ষাগ ভোগ রাগ, ভোগে করি ভর। আগে ভাগে পুর্ণ করে, আপন উদৱ । থায় থাক যজ্ঞ পারে, অন্ন জল ফল । তোমাতে থাকিলে মন, তবে পাবে ফল ৷ হে নাথ ! অনার্থনাথ, দীন দয়াময়। আমি দীন বোধহীন, ক্ষীপ অতিশয় ॥ কি ভাবে ভাবিব ভাব, ন পাই ভাৰিয়। কৃপারুর, কৃপা কর, নিজ জ্ঞান দিয়া ॥ জগতে যে কিছু দেখি, সকলি তোমার। কি দিয়া করিব পুঞ্জ, ৰুি আছে আমার ॥ তুমি প্রভু আমি দাস, তোমারি হয়েছি । দিয়েছ, পেয়েছি দেহ, রেখেছ, রয়েছি । তামারে করেন্থ দান, এই দেহভূমি । তুাহাতে দিয়েছ প্রাণ, প্রাণনাথ তুমি ৷ আমার মাজেনে 'জামি আমি আমি কই। তুমি দি স্বামী হও, আমি জামি ৰুই। জামি জামি নই, ফলে জার কেহ নই। জগদাত্মা পরমাত্ম, তব সত্ত হই ॥ _भाँनैश्न नि*िङि ६्र, नरश् मttौ ६ं । সলিলের বির সামি, সলিলেই বই। যে সময়ে নিজ প্রত,করিবে হরণ। পাচে পাঁচ মিশাইলে, ইয়ে মরণ ॥. আকাশ রয়েছে,এই,মটেন্ন জাগারে, এই ৰক্ট ক্ষয় স্থান বতু লেঙ্কার , , Փա-) শূন্ত হন্তে পুণ্য পাপ, গণ্য করি লয়। , অথচ জানে না কেহ, মরিলে কি হয়। " ষে তা সে হয় মোলে, বিফল বিচার। প্ৰভু হে তোমার প্রতি, প্ৰণতি ক্ষমার ॥ দাতার প্রধান তুমি, দয়ার নিদান । দত্তহারী কেহ নাই, তোমার সমান ॥ দিয়ে প্রাণ পুন লহ, করিয়া হরণ । তথাচ করুণাময়, পতিতপাবন ॥ উপকারী দত্তহারী, দেহ কত শিব। এ ভব-বন্ধন-দtয়, মুক্ত হয় জীব ॥ যতকাল এই দেহে, থাকিবে জীবন। ততকাল তোমাতেই, থাকে যেন মন ॥ করিতে তোমার পূজা, কোথায় কি পাই। চারিদিকে চেয়ে দেখি, কোন দ্রব্য নাই ॥ প্রেমপুষ্প শ্রদ্ধানীর, ভাববিল্বদল । সবে মাত্র আছে এই পূজার সম্বল। শরীর নৈবেদ্য মম, উপচার সহ । সাজায়ে রেখেছি এই, লহ লহ লহ ॥ ছয়রিপু দান শেষ, অতি বলবান। তোমার নিকটে বিতু, দিব বলিদান। ভক্তাধীন। যে হও, সে হও, তুমি, যে হও সে হও । ভক্তাধীন ভগবান ভক্ত ছাড়া নও। ; ভাবময় ভাবরূপে, অন্তরেই রও। অন্তর-অস্তুর তুমি, কলাচ না হও । ৰাক্যরূপে রসনায়, তুমি কথা কও । সৰ্ব্বসহারপে তুমি, সমুদয় সও। ভারী হলে ভবভার, মস্তকেতে বও । আমি.ছে কি দিৰ ভার, বুঝে ভার লওঁ । ৰে হও স্তে হও তুমি,য়ে হও সে হও । ভক্তাক্টর জগবানু, ভক্ত ছাড়ামঃ ॥ ജ്ജത്ത ጳ • ? –