পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծի: ৬/ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবল । o আমি সকলি আসার আর, সকলি অসার। চিদানন্দ সদানন্দ, একমাত্র সার । * স্ব স্বরূপ বিশ্বরূপ, তুমি বিশ্বসার । এ জগতে কেবা জানে, মষ্টিমা তোমার ! চিন্ময় চৈতন্তরূপ, সৰ্ব্বমুর্ণধার। আত্মারুপে বিরাজিত, দেহে সবাকাল ৷ স্বভাবে তিমিরময়, অপিল সংসাব। আলেfরপে তব রূপ, হতেছে প্রচার ॥ যদি মা প্রকাশ পায়, প্রতিভা তোমার । জগৎ কি হতে পাবে, শোভাব ভাণ্ডার ? আমি যে হে ‘আমি বলি, সে অামি টী কার । আমির ‘আমিত্ব’ তুমি, সে নহে আমার ॥ তুমিই বলাও'(আমি), বলি বারবার। তুমি না বললে (আমি) বলে সাধা কার? এ আমি যাহার ( আমি ) পুন হলে তার। বলিতে বলিতে ( আমি ) (আমি) নাই আর ॥ (আমি) যদি (আমি) নই, কে হইবে কার। অতএব এ সংসার, সব ফঙ্কিকার ॥ সকলি অসার অীর, সকলি অসার । চিদানন্দ সদানন্দ, একমাত্র সার। সম্বন্ধ নির্দেশ । অমঙ্গলে ভরা ধরা, কারো সুখ নাই! এহি ত্ৰাহি, ত্ৰাহি ত্ৰাহি, করিছে সবাই ॥ শোক তাপ, বিলাপের, বেদনা কেমন ? কাতরে ডাকিছে সবে, করিয়া রোদন ॥ তাদের সে রবে তুমি, নাহি দেও কাণ। শুননাকে কোন কথা, হয়েছ পাষাণ ॥ তোমারে ডাকিছে তবু, জোলে পুড়ে মরে। অভিমানে দুখে তাই, নাই নাই করে। মাস্তিক, নাস্তিৰ আছে, নাহি মানে বেন। আস্তিকে নাস্তিক কয়. এই ৰণ্ডু খেদ । কর না কুশল দান, বিহিত বিচারে। তুমিই নাস্তিক করে, তুলেছ সবারে। নাস্তিকের মেরে ফেলে, বলে নাই নাই। " আছ, আছ, আছ, বলে, আমরা বাচাই ॥ ‘নাই হলে মর তুমি, আছ? হলে বাচে। বারবার বলি তাই, আছো আছো আছে ৷ কিছুই ত হইত না, তুমি নাহি হলে। আমরা সবাই আছি, তুমি আছ বলে। মনেতে না দেখা পাষ্ঠ, নাহি পাই পাচে । পাচের অতীত ধনে, দেখি আচে অ (চে ॥ পাচ হাড়, তা চ ছাড়া, এমন যে ধন। সহজে কি হয়, তার, তত্ত্ব-নিরূপণ ? ; অস্থিরপঞ্চকে পোড়ে, স্থির নাহি পাই । মনে যদি তর্ক কবি, নাই বুঝি নাই ৷ শরীর আড়ষ্ট হয়, নাহি স্বরে ধ্বনি । ফোপাইয়৷ কেঁদে উঠি, তপনি অমনি | ভয়ঙ্কল সেই ভাব, না হয় গোচরণ কেমন কেমন কলে, মনের ভিতর ॥ সে সময়ে কিং’ যেন, ভিতবে ঢুকিয়া । ঘোর তব অন্ধকালে, মালো প্রকাশিয়া ॥ বলে ওরে, দেখ দেখ, কেন হোস জড়। ঠাস কোরে, মনের, গালেতে মারে চড় ৷ চড় মেরে নাহি থাকে, কোথা চলে ষত্ব t সে চড়ে চেৰুন পেয়ে, করি চায় হায়। বাহিরে, ভিতরে জার, নাহি দেখি তারে। কেমনে সে এসেছিল, গেল কি প্রকারে ? যখন প্রকাশ পায় সে জ্যোতির ছটা । তখন ভিতরে মার, থাকে নাক ছ-ট, ॥ সসাগর সপ্তদ্বীপ, তৰ অধিকার। ছয় ছেড়ে শেষ দ্বীপে, করিছ বিহার ॥ পরম পীযুষ তথ, করিভেছ পান। আপনি আপন স্বরে, ধরিতেছ গান। ছরদ্বীপে ছয় থাকে, সদা যায় দেখা। তোমার সে মৰদ্বীপে, তুমি থাঙ্গে এখhi ? '