পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। কেবা কারে দান করে, কেবা দান লয়। * দুনিয়ার মাঝে বাৰা কিছু কিছু ময় | যোগে সদা ভানুযোগ, ভোগে মাত্র কৰ্ম্মভোগ, তযু পাপ-মাশা-রোগ, সাম্য নাহি হয়। জলে নাহি তেল মিশে, তথাচ না ভাঙ্গে দিশে, বিষম বিষয়-বিযে, কিসে মুখোদয় ! দুনিয়ার মাঝে বাপা কিছু কিছু নয় । কি হেতু সংসার স্বত্র, ষ্ট্রেথা পিতা কোথা পুল, কোথা ছিলে, যাবে কুত্ৰ বল মহাশয় । লা ভাবিয়া পলকাল, আপনাব কর কাল, বৃথা সুখে কাল, নাহি কালভয়। দুনিয়ার মাঝে বাধা কিছু কিছু নয় । কবি গুলি পট দু, দৃশ্য বটে মনোহর, কলে বন্ধ কলে , দেহ মারে কয় ! সে কল বিকল হবে, তুমি নাহি তুমি রবে, তুমি রং রবে ববে, কবে লোকচন । "নিরাব মাঝে বাবা কিছু কিছু নয়। রমণী-বচন মদ, পান মাত্রে গদগদ, তুচ্ছ কবি রহ্মপদ, প্রফুল্লঙ্গদয় । অবশেষে বোধশুস্ক, স্বভাবে স্বভাব ক্ষুণ্ণ, কোথা তার থাকে পুণ্য, পাপে কয় লয় । দুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয়। “কারে বুল সূচকুর, তুমি বটে বাহাদুর, যত দেখ ভয়পূৰ্ব নয়। সুখ লাভ কৰিবাব, ৰম্ভ নয় পরিবার, দুখে কাল হরিবার, হেতু সমুদয়। দুনিয়ার মাঝে বাবা কিছু কিছু ময় ॥ হিসাবের পথ সোজ, ঠিকে কেন দেহ গোজা, সহজেই যায় বোঝা ভার বোঝা নয়। ভগ-ভ্রম পরিহরি, " মুখে বল হরি হরি, T. কৃতান্তকুঞ্জর হরি, হরি দয়াময়। জুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয়। নয়ন মুদিলে সৰ অন্ধকারময়। |LibRARY • THE RAMakrishNA Mission ITUTE OF CULTURE তত্ত্ব । মলে কি হে সকলি ফুরায় ? V বল বল, নাথ ! যলে কি হে, সকলি ফুরায় ? এই জীব শীল নীতি, মাসে পুনরায় ? এই দেছ এ প্রকাবে, নাহি হয় বারে বারে, কৰ্ম্মভোগ একেবারে সব ঘুচে যায়। এই দেখি এই এই, দেখিতে দেখিতে নেই, এই এক্ট, সেই সেই, শুনি পরস্পপ ॥ এই সব, এই সব, এইরূপ এই ভব, কে মলে, কে বেঁচে থাকে বোঝা দায়। নাম মাত্র ঘটা কাশ, এই জীব চিদা ভাল, বটের তটলে নাশ, পাচ পাচ পান । অবিনাণী চিদাভাগ, তার কুতু নাহি নাশ, দেহ-নাশে কেন লোক, করে হায় হীম ? কে মরে কে পাস মুক্তি,বুঝিতে না পারি যুক্তি, নানাজনে নানা উক্তি, শুনে হাসি পায় ৷ এই বলে হলো, হলো এই বলে মলো মলো, কেবা হলে, কেরা মলো, সুধাইব কায় ? যত নরে পরম্পরে, বিচার বিতর্ক করে, ঠিক যেন সম্ভাষণ, কালায় কালার । কেহ কয় এই হয়, কেহ কয় নর নয়, রূপের প্রসঙ্গ যেন, কাণীয় কাণীয়। সার কথা বলি যারে, সেই গালে চড় মাৱে, বিচারেতে নাহি হারে, হাসিয়া উড়ায় ॥ ডাক ছাড়ে চোটে চোটে, মুখে যেন থই * O ফোটে, কার সাধ্য এঁটে ওঠে, কথার ছটায় । কত ছাদে করি ছাদ, বাদী হয়ে তুলে বাঘ, যুক্তিহীন তর্কবাল, কতই ঘটায় । 劉 উপাসক এক দল, প্রকাশিয়া বুদ্ধি-ৰল, মলে পরে জন্ম নাই, বলিয়া বেত্বার। এই কথা ব্যক্ত করে, নরলোক বৰ মনে, তাদের সকল আত্মা, ভোগ নাহি পায় i %2_然AX