পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 বধুর রন্ধনে যদি যায় তাহা একে। r শ্বাশুড়ী ননদ কত কথা কয় বেঁকে ॥ স্থালো বউ কি করিলি দেখে মন চটে। এই রান্না শিখেছিস্ মায়ের নিকটে ? সাতক্ষ স্থা ভাত বিনা যদি মরি দুঃখে । তথাচ এমন রান্না নাহি দিই মুখে ॥ বধুর মধুর খনি মুখ-শতদল ৷ সলিলে ভাসিয়া যায় চক্ষু ছলছল। আহা তার হাহাকার বুঝিবার নয়। ফুটিতে না পারে কিছু মনে মনে রঙ্গ । ভাগ্যফলে রান্ন সব ভাল হয় র্যার । ঠ্যকারেতে মাটীতে পা নাহি পড়ে তার ॥ হাসি হাসি মুখখনি অপরূপ আড়। বেঁকে বেঁকে যান গিন্নী নথ দিয়ে নাড়া ৷ হঁ গৈ দিদি এই শাক রাধিয়াছি রেতে । মাথা থাও সত্তি বল ভাল লাগে খেতে ৷ দিব্বি দিস কেন বোন হেন কথা কয়ে। ষাটু ষাট বেঁচে থাক জন্ম-এয়ো হয়ে । পুরুষের ভাল সব বলিয়াছে খেয়ে । ভাল প্রান্না রোধেছিস ধন্ত তুই মেয়ে। এইরূপ ধুমধাম প্রতি ঘরে ঘরে। নানামত অনুষ্ঠান আহারের তাঁর । তাজা তাজা ভাজাপুলি ভেজে ভেজে তোলে । সারি সারি ইঁড়ি হাড়ি কঁাড়ি করে ফেলে ৷ কেহ বা পিটুলি মাথে কেহ কাই গোলে। 米 髒 举 আলু তিন গুড় ক্ষীর নারিকেল আর । গড়িতেছে পিটেপুলি অশ্বেষ প্রকার । পাড়ী বাড়ী নিমন্ত্রণ কুটুম্বের মেলা। হায় হায় দেশাচার ধন্ত তোর থেলা ॥ কামিনী যামিনীযোগে শয়নের ঘরে । স্ব,মীর খাবার দ্রব্য অীয়োজন করে ॥ আদরে খাওয়াবে সব মনে সাধ আছে । বেসে ঘেসে বসে গিয়া আসনের কাছে । vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। মাথা খাও, থাও বলি পাতে দেয় পিটে। না থাইলে বাকা মুখে পিটে দেয় পিটে। আকুল বিকুলি কত চুকুলীয় লাগী। চুকুলি গড়িয়া জন চুকুলীর ভাগী । প্রাণে আর নাহি সয় ননদের জ্বালা । বিষম’খা বাক্যবাণে কাণ হল কালা ॥ মেজো বউ মন্দ নয় সেই গোড়ে গোড় । কুমারের পোনে যেন পোড়ে পোড়ে পোড় ॥ মনোদুখে প্রাতে আজ কুটি নাই থোড়। এখনে রয়েছে তাই কোনালের তোড় ॥ শ্বাশুড়ী আলাদা রেখে ছাই তিন হাড়ি। চুপি চুপি পাঠালেন কন্যাটার বাড়ী। ঠাকুঝির ছেলেগুলো খায় ঠেসে ঠেসে । আমার গোপাল যেন লাসিয়াছে ভেসে । মরি মরি ষাট যাটু কেঁদেছিল রেতে। বাছা মোর পেট পূরে নাহি পায় খেতে । শক্তিভক্তিপরায়ণ হন যেই নর। , তখনি এ সব বাক্যে ভেঙ্গে দেন ঘর ॥ উপাদয় দ্রব্য সব গড়িয়াছে চেলে। সদ্য হয় কৰ্ম্ম শেষ গোট দুই খেলে ৷ কামিনী-কুহকে পড়ি খায় যেই ভাবা । নিজে সেই হাব নয় হাবা তার বাবা ৷ বুকে পিটে গুড়পিটে গুড় পিটে গড়ে । হিঁঠুর দেবতা সম ঠাট তায় ধড়ে। ভিতরে পূরিয়া ছাই আলু দেয় ঢাকা । 事 钟 桦 f • লোভ নাষ্টি থেমে থাকে খাই তাই চোটে ॥ পিটে পুলিপেটে যেন ছিটে গুলি ফোটে। ৷ পায়েসে পিটুলি দিয়া করিয়াছে চুলি । গৃহিণীর অমুরাগে গুধু তাই চুধ | * যুবে সব স্থবো প্রায় খুবো নাহি নড়ে। কাছে বসে থায় কোসে রোসে নাহি পড়ে। ধন্য ধন্ত পল্লীগ্রাম দ্য সব শোক । কাহনের হিসাবেতে জাহারের ঝোক ।