পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੋਢ ਕਢਿi । প্রেম-নৈরাশ্ব । - যার তরে অকিঞ্চন, করিয়া কাতর মন, এ অবধি না হইল স্থির। তাহারে এখনো আর, আশা আছে পাইবার, আরে মুগ্ধ মানস অধীর ॥ পূৰ্ব্বে যদি দৈবাধীন, দেখা হতো কোন দিন, উভয়ের হাসিত নয়ন। এখন হইলে দেখা, নাহি পূৰ্ব্ব-প্রেমরেখা, হেট করে বিনোদ-বদন ॥ হেরে সে বিমল মুখ, নয়নে উপজে সুখ, যথা নিশা চাদের উদয়ে। সে সুখদ শশধর, সশঙ্কিত নিরস্তর, , গুরুপরিবাদ রাহুভয়ে। হবে না হবার নয়, মনেতে নিশ্চয় হয়, তবে কেন মিছে আশা-ভ্ৰমে । তাধীর মানস মম, হয়েছে বধির সম, প্রবোধ মানে না। কোন ক্রমে ॥ Финляндинамикација © , প্রেম । ৰথীর্থ প্রেমের পথে পথিক যে জন । নিৰ্ম্মল জলের প্রায় স্নিগ্ধ তীয় মন ॥ শুদ্ধভাবে থাকে শুদ্ধ আপনার ভাবে। প্রিয়জনে প্রিয় ভাবে আপনার ভাবে ॥ সরল স্বভাবে পায় সন্তোষের সুখ । ভ্ৰমে কভু নাহি দেখে ছলনার মুখ ॥ রসের রসিক সেই পরিপূর্ণ রসে। ভুবন ভুলায় নিজ প্রণয়ের বশে ॥ ভাব-তুলি স্নেহে তুলি রঙ্গে রঙ্গ ঘটে। • চিত্ররূপ চিত্র করে হৃদয়ের পটে । "স্থখমর শুকপক্ষী ভাল ভালবাসা। মানস-বৃক্ষেতে ভার মনোহয় বসা ॥ প্রতিক্ষণ প্রতীক্ষণ অনুরাগ ফলে । পড়-পাখী না পড়াতে কত বুলী ৰলে ৷ জাথির উপরে পার্থী পালক নাচায়। প্রতিপক্ষ প্রতিপক্ষ বিপক্ষ নাচায় ॥ " প্রেমের বিহঙ্গ সেই ভালবাসি মনে । জাদরে পুষেছি তারে হৃদয়-সদনে ॥ পৌষমান পড়া-পার্থী দরিদ্রের ধন । সাবধানে রাখি কত করিয়া ৰত্ন ॥ পোড়া লোকে পাপচক্ষে দৃষ্টি করে তারে। আর আমি কোনমতে দেখাব না করে। প্রণয়ের প্রথম চুম্বন। প্রণয়-সুখের সার প্রথম চুম্বন। অপার আনন্দ প্রদ প্রেমিকের ধন ॥ আছে ৰটে অমৃত অমরাবতী-পুরে। প্রমোদিত করে যাহে যত সব সুরে ॥ " উথলয় মুখসিন্ধু পানে এক বিলু। তার আশে গ্রাসে রাহু পূর্ণিমার ইন্দু। সে ক্ষুধার ক্ষুধা মাত্র নাহি একক্ষণ । ঘদি পাই প্রণয়ের প্রথম চুম্বন ॥ অস্বরের প্রিয় পেয় সুরারস মাত্র। রসন সরস গাত্র পরশিলে পাত্র ॥ যার লাগি হলো ধ্বংস যদুবংশগণ । স্বভাবে অভাব সদা রেবতীরমণ ॥ অদ্যাবধি মদ্যমাত্র পানীয় প্রধান। বিদ্বজ্জন-খাদ্য-মাঝে সদ্য বিদ্যমান ॥ এমন মধুরা মুরা নাহি চায় মন। যদি পাই প্রণয়ের প্রথম চুম্বন। অমল কমল সম কবিতার শোভা । ভাবুকের মন তাহে মত্ত মধুলোভা ।