পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-ঈশ্বরচন্দ্র গুপ্তের এস্থাবলী। to v&x5 J. so বুঝে সৰ অভিমত, t মনোমত কত মত, এধার পাইলে দেখ, মুখের না হবে লেখা,

  • মনোভাব ৰাক্ত করি মুখে । রেখা দিয়া এক কোরে রাখি । বিপক্ষেরে দৃষিয়াছে, শোকসিন্ধু শুধিয়াছে, يستجمع دمج مسودعم صفته جفاك

তুষিাছে সন্তোষের মুখে। . প্রণয়ের আশা । আগে মন ছলিয়াছে, শেষে সত্য বলিয়াছে, কত তার রব তার জাস আশা লয়ে ? গলিয়াছে স্নেহ-রস নিয়া । দিন দিন তনু ক্ষীণ প্রেমাধীন হয়ে ॥ মম ভাবে কাদিয়াছে কত্ত ছাদ ছাদিয়াছে, সদা যার স্নেহভার পিরে মরি বয়ে। বাধিয়াছে প্রেম-ডুরী দিয়া ॥ আমারে কি ভুলাবে সে মিছে কথা কয় ? দেখিয়াছি যত ক্ষণ, কত সুখ তত ক্ষণ, একাকী রোদন করি এক স্থানে রয়ে । প্রণয়ের নানা ফাদ ফেদে । বিরহ-নাক্তন আর কত রব সয়ে ? এখন নাহিকে দেখে, কি ফল জীবন রেখে, বুঝি তার আশপথে পরিপূর্ণ সুখ । থেকে থেকে প্রাণ উঠে কেঁদে ॥ কখনো জানে না মনে নিরাশার দুর্থ | আমারে বিনয় করি, দুটা হাতে হাতে ধরি, এমন না হলে পরে দেখা দিত ফিয়ে। দেখা যায় ই যা চোলে। আমারে ভাসাবে কেন নিরাশার নীরে ? রাহু স্তার বাক্য আসি, ধৈর্য শশী গেল গ্রাসি, প্রণয়ের লক্ষ্য সেই করে ষার আশা। হাসি হাসি আসি আসি বোলে। সে বুঝি দিয়াছে তারে হৃদয়েতে বাস ॥ হাসি হাল্লি আসি বলে, শুনে ভাগি আঁখি-জলে, আশা দিয়ে বাসা দিয়ে রাখিয়াছে বেঁধে । এসে এলো কোন মুখে বলি। আমার ভাবিয়া আমি বৃথা মরি কেঁদে ॥ নিযেধ করিব উঠে, দেখে নাহি মুখ ফুটে, বুঝে না অবোধ মন প্রৰোধ না মনে । মনের আগুনে শুদ্ধ জলি ॥ . অামার বলিয়া তারে নিতান্ত সে জানে ॥ Ö তদবধি আমি নই, আমি আর কারে কই, সবে তার এক মন এক ঠাই বাধা । • আমি আমি কব আর কারে ? ভ্ৰমেতে আমার মনে লাগিয়াছে ধাধা। সে যদি আমার হয়, আমারে আমার কয়, হোক হোক তার হোক সুখী আমি তাতে । আীর কহিব আমি তীরে ॥ আমারে ফেলিল কেন নিরাশীর হাতে ॥ সে দিন পাইব কবে, কবে বা মঙ্গল হবে, যদি না জাসিবে সেই বাধা প্রম ছেড়ে । অমঙ্গল কপালে আমার । ছলেতে আমার মন কেন নিলে কেড়ে ? উদ্দেশে ঔদাস্ত লয়ে, চাতকের মত হয়ে যখন বিরলে সেই বোসে রবে একা । আশাপথ চেয়ে আছি তার ॥ এই কথা বন্ধে তুরে হলে পরে দেখা। ল নি মনে আগে, কিন্তু নাই ভাল লাগে, মিতে তোমা মঙ্গল নে হয়। O ভাবি শুদ্ধ fಳ್ಗಡ বসি । মঙ্গল তোমার পক্ষে এ পক্ষে তো নয় ॥ হিব নহি ক্ষণমাত্র, চিন্তাপুর্ণ চিত্ত পাত্র, ইঙ্গিতে বলিবে সব যে সুখেতে আছি। গাত্র হতে অগ্নি পড়ে খসি ॥ ছাড়া হয়ে কাড়ামন ফিরে পেলে বাচি । সে যদি প্রেমিক হয়, প্রেমের দরদ লয়, বুঝায়ে বলিও তারে অতি ধীরে ধীরে। . দেখে ধাৰে কিরূপেতে থাকি । একবার দেখা দিয়ে মন দেয় ফিরে । مچچه