পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃ8 vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী । জীবন যৌবন, করি সমাপন্স, শরীর আমার, বিভব তোমা অামারে সে দিবে ফাকি ৷ • যৌবন সপেছি হাতে। ' গিয়ে লোকালয়, থাকা বিধি নয়, বুঝিয়া ব্যাপার, কর হে ব্যাপী গোপনে গছনে থাকি । লাভ হয় ভাল যাতে ॥ বিপক্ষে দৃষিব, প্রণয়ে তুষিব, তুমি প্রাণপতি, আমি কুলবন্ত পুষিব প্রেমিক-পার্থী | সহজে অবলা নারী। রূপের রঞ্জন, করিয়া অঞ্জন, র্যাচি যত দিন, প্রাণ তব খ , ' নিয়ত নয়নে মাখি। আমি কি সুধিতে পারি। হৃদয় চিরিয়া, যতন করিয়া, তোমারে চিনেছি, ত্রিলোক জিনেছি ভিতরে লুকায়ে রাখি ॥ আপনা কিনেছি আমি । মনে মনে কয়, ওহে রসময়, কোথাও যাব না, কোথাও পাব ন থাক থাক চুপে চুপে । তোমার সমান স্বামী ॥ আমীরে ছাড়িয়া, কপূর হইয়া, তুমি প্রাণধন, ( মাথার ভূষ বঁধু হে, যেয়ে না উপে ॥ হয়ে কেন পায় ধর ? রেখে পরিমাণ, ছলে করি মান, এ কি দেখি সাধ, তুমি কেন সা স্থির নহি কোনরূপে । অপরাধ ক্ষমা করু॥ ভাবেতে ভজেছি, রসেতে মজেছি, ওহে গুণরাশি, চকুণর দায় ডুবেছি পীৱিতি-কূপে ॥ চিরদিন আছি বাধা । করি জাগরণ, যামিনী-যাপন, বলিবে যেরূপ, করিব সের Q * কাতর হয়েছ ঘুমে। সাধ কোরে কেন.সাধা ॥ স্বভাবে অমল, { শ্ৰীপদ-কমল, শয়নে স্বপনে, প্রতি ক্ষণে ক্ষে ও পদ রেখ না ভূমে। তোমারি ভজনা করি । " পেতেছি স্বদর, হইয়া সদয়, তুমি ধান জ্ঞান, তুমি ধন প্রা ৰসো হে তাহার পরে । তোমারি ধারণা क्ष।ि লয়েছি শরণ, চালাও চরণ, তোমা ৰিন৷ আর, কে আছে,আমা যেমন বালম ধরে । আর কার আমি হব ? } পুরুষ প্রেমিক, তুমি হে রসিক, আম বিনা আর, ... এরূপ প্রকার কি কর অধিক মুখে। - শত শত আছে তব ॥ = হইয়া বণিক, চরণ মাণিক, ওহে রসময়, ত্যজিয়া আমা থানিক রাখহ বুকে ॥ শত শত৯পাবে নারী। { Rমান প্ৰেমময়জন, সেরূপ প্রকারে, সখা হৈ তোমার স্বজন মুধীর বট। ৷ আমি কি ত্যজিতে পারি? ব্যাপায়ী হইয়া, হাটতে বসিয়া, বঁধু তোমা বই, আমি করেন লাভে কেন প্রাণ হট । কেন আমি কে না জানে ।