পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧છ ৮ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। অধরেতে মৃত্ব হাসি কিবে শোভা তায়। সিঁদুরে-মেখেতে যেন তড়িত খেলায়। কুপোলের কনকীয় কমনীয় ভাস । নিরখিয়া গোলাপের হলো সৰ্ব্বনাশ । গোলাপ বিলাপ করি, তেবে ভেৰে মনে। কাঠ ছয়ে কাটা নিয়ে বাস করে বনে ॥ শ্নেরমুখী মুমধুর হাদিতে হাসিতে। মধুর বিনয়-ভাষ ভাবিতে ভাৰিতে ॥ নীলৰাগ গলে দিয়া পোড়ে ধরাসনে । প্রণয়িনী প্ৰণমিল পতির চরণে ॥ দেখিয়া মুরূপ গুণ গুনিয়া মুরৰ । যেন শব শত্র সব মানে পক্ষান্তব। অমুকুল,যারা তারা ভাবেতেই মুখী। কেবল পেচক বেটা ঘোরতর ক্ষুণী ॥ প্ৰাণেশ্বরী প্ৰাণেশ্বরে করি সম্ভাষণ । প্রকাশ করিছে সৰ সন্সের বচন । শ্রতিমুলে তার তার এমনি মধুর। সুধা-মাখা বচনেস্তে ক্ষুধা হয় দুর। শিখিতে না পেরে পিক, মধুর সে রৰ । ররষয়ে থাকে দুখে হইয়া নীরব। হয় নি মলির গলা সেরূপ মধুৰ। অদ্যাপিও ভে তে কোরে সাধিতেছে মুর ॥ প্তামায় কি দিলে সিটি সিটি তার স্বরে। না শিখিয়া মিছামিছি ৰিচিমিচি করে ॥ মানিনী ত্যজিয়া মান হেসে কথা কয় । *গৃহস্থের খোকা হোকৃ” গুলে সুখী হয় । তদবধি তার মুখে, কিছু নাই আয়। “গৃহস্থের খোকা হক রব সার ॥ স্থলবনি, চাক গেল” বলে থেকে থেকে। পলিকক গেল রূপ দেখে দেখে ॥ 尊 তুমি भंशंछन * नां করে প্রয়োগ l 轉 श्वन शोत्र कहा"* রোগ ৷ ব্যাপায়ী হইয়', ' ' 泷亨1

, ; ... ،. " به छ'८िुः॥ লাভে কেন গ্রীণ হট * ستج " "
)

যুদ্ধকে বলিয়া কাৰণ মান ভাঙ্গিবারে। অম্ভাবধি কাক রব ভুলিতে না পারে। ছলেতে ভাঙ্গিতে মান বউ কথা কও। ডালে বসে বলেছিল ৰউ কথা কও ৷ শুনিয়া মধুর কথা মধু-রস পেয়ে। “বউ কথা কও” এই গীত দিলে গেয়ে। তদবধি পেলে নাম “বউ-কথা-কও”। জস্তাবৰি ৰলে তাই “বউ কথা কও” ॥ বকা ৰক্ট করেছিল বকবিকি সার। *বকা ৰী” নাম তাই হইল প্রচার। মানিনীয় মানেতে মিলন ভাব ধোরে । *চড়াচড়ী’ পেলে নাম চড়াচড়ি কোরে সাগরের কোলে ৰোলে রসিকা নাগরী ৰলে প্রাণ কি ভাবিছ সাহ! মল্লি মরি ॥: ছিলেম বাড়াতে মান মিছে মান নিয়া। ৰাড়িল তোমার মান সে মান ভাঙ্গিয়া । ছলেছি বলেছি কত ফখার জলেছি। জম্বরে প্রেমের রসে কেবল গলেছি। চঞ্চল হয়েছে ভাখি তোমায় না ক্ষেরে । মনেতে কেঁদেছি শুধু ফুটিতে না পেয়ে ॥ তুমি হে প্রাণের প্রাণ প্রাণের ঈশ্বর। আমার কে আছে আর তোমার উপক্ষ,॥ তোমায় আদরে আমি আদরিণী হই। মনেতে গরব করি প্রেমাদরে কুই। তোমার সুখেতে মুখ দুখে দুখ পাই । তোমা ছাড়া দুখিনীর কেহ জায় নাই। ভূমি হে বাড়াও মান তাই মান করি। দাখিয়া তোমার মান মানে মান হদি। প্রাণ তব গুপ্তভাৰ জানিব বলিয়। " ছিলাম মনের ভাৰগোপন করিয়া ॥ জানিলাম সমুদয় মানিলাম হারি। চাতুরী কবি কত আমি নিজে নারী। তাৰে ভাওরে ভূমি প্রধান গ্রেমেশ। চতুরের চূড়ামণি সিৰে শেষ • 4)